E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অগ্নিযুগের বিপ্লবী দেবেন্দ্রনাথ ঘোষের মৃত্যুবার্ষিকী আজ

২০১৬ জানুয়ারি ১০ ১৬:০৭:২৪
অগ্নিযুগের বিপ্লবী দেবেন্দ্রনাথ ঘোষের মৃত্যুবার্ষিকী আজ

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):উপ-মহাদেশের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী পুরুষ দেবেন্দ্র নাথ ঘোষের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। শৈশব থেকেই তিনি আমৃত্যু পর্যন্ত সংগ্রাম করে গেছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় বরিশাল মহাশ্মশানের তার সমাধি ও প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ এবং বিকেলে শিক্ষক ভবনের মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

বৃটিশ বিরোধী সশস্ত্রবাদী যুদ্ধ, নিপীড়ক পাকিস্তানের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের পর তৎকালীন সামরিক শাসক ৮৫ বছর বয়সেও মুজিব সৈনিক দেবেন্দ্রনাথ ঘোষকে কারাগারে প্রেরণ করেন। শুধুমাত্র সশস্ত্র সংগ্রামের সংগঠক হিসেবে জীবদ্দশায় তিনি ২৬ বছর কারাভোগ করেছেন।

১৮৯০ সালের ২২ এপ্রিল দেবেন্দ্রনাথ ঘোষ বরিশাল নগরীর কাউনিয়া ক্লাব রোড এলাকার বাসিন্দা নিবারন ঘোষ ও রাজলক্ষ্মী ঘোষ দম্পত্তির ঘরে জন্মগ্রহণ করেন। সেদিন ছিলো দোল পূর্ণিমা। যে কারণে বাবা-মা আদর করে তার নাম রাখেন আবীর। পরবর্তীকালে এই আবীর সবাইকে আবীরে রাঙিয়েছিলেন। ১৯৯৯ সালের ১১ জানুয়ারি মহাপ্রাণ সংগ্রামী পুরুষ বিপ্লবী দেবেন্দ্রনাথ ঘোষের জীবনাবাসন ঘটে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রবিবার সকালে জেলা ও মহানগর আ’লীগের উদ্যোগে নগরীতে ব্যাপক কর্মসূচী পালিত হয়েছে। সকাল আটটায় দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আফজালুুল করিমসহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



(টিবি/এস/জানুয়ারি১০,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test