E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি

২০১৬ জানুয়ারি ১০ ১৬:২২:০১
নওগাঁর পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁ প্রতিনিধি : শনিবার দিনগত রাতে নওগাঁর বদলগাছী উপজেলার পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা বাড়ির লোকজনদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লাখ টাকা, ১৮ ভরি ওজনের স্বর্ণালংকার ও ২টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। এতে নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার সম্পদ লুট হয়েছে বলে গৃহস্বামী দাবি করেছেন।

জানা গেছে, উপজেলার মিঠাপুর ইউনিয়নের খাদাইল বাজারে অবস্থিত মেসার্স সম্রাট পোল্ট্রি ফিডের স্বত্ত্বাধিকারী রিয়াজুল ইসলাম এসকেন প্রতিদিনের ন্যায় শনিবার দিনগত রাত সাড়ে ৯ টার দিকে সমস্ত দোকানপাট বন্ধ করে মার্কেটের ওপরে অবস্থিত বাসভবনে গিয়ে রাতের খাওয়া- দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন।

রাত অনুমান দেড়টার দিকে ৩০/৩৫ জনের সংঘবদ্ধ ডাকাতদল প্রথমে নিচতলার দোকান ঘরের ৬ টি তালা ভেঙ্গে দোকানের সিন্দুক ,আলমারি ও ওয়্যারড্রপ ভেঙ্গে কোন কিছু না পেয়ে দোতলার সিঁড়ি বেয়ে ওপরে উঠে কাঠের গুঁড়ি দিয়ে বাসার দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় বাসার মহিলারা চিৎকারের চেষ্টা করলে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে মালিক রিয়াজুলকে চোখ মুখ বেঁধে আলমারি এবং সিন্দুকের চাবি দিতে বলে। এ সময় তারা নগদ ১ লাখ টাকা পেয়ে আরো টাকা কোথায় তা জানতে চায় এবং মারধর করে। জীবন বাঁচাতে বাড়ির মহিলাদের ১৮ ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং আরো ২ লাখ টাকাসহ মোট তিন লাখ টাকা এবং বাজাজ পালসার ১৫০সি.সি. ও ডিসকভার ১৩৫ সি.সি. দুইটি মোটর সাইকেল নিয়ে রাত অনুমান ৩ টার দিকে ডাকাতদল চলে যায়। থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এলাকাবাসীর ভাষ্যে জানা যায়, দেশ স্বাধীন হবার পর এই প্রথম এই অঞ্চলে এমন ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটায় তারা বেশ শঙ্কিত হয়ে পড়েছেন।


(বিএম/এস/জানুয়ারি১০,২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test