E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে পৃথক স্থানে ২ গৃহবধুর লাশ উদ্ধার

২০১৬ জানুয়ারি ১১ ১৫:০৩:৫৬
লক্ষ্মীপুরে পৃথক স্থানে ২ গৃহবধুর লাশ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর পৃথক স্থান থেকে জাহেদা বেগম (৩২) ও আসমা বেগম (২৮) নামের দুই গৃহবধুর লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ।  সোমবার দুপুরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দক্ষিণ মান্দারী এলাকা ও বিজয়নগর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়ছে।

নিহত গৃহবধুরা হলো, সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের আবদুস সাত্তারের মেয়ে জাহেদা বেগম ও দক্ষিন হামছাদী গ্রামের মো. হোসেনের স্ত্রী আসমা বেগম।

নিহত জাহেদা বেগমের বাবা আবদুস সাত্তার জানান, বিয়ের পর থেকে কয়েক দফা যৌতুকের টাকা নেয় স্বামী সোলায়মান। সম্প্রতি মোটা অংকের যৌতুকের টাকার জন্য চাপ দেয় জাহেদার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। যৌতুকের টাকার জন্য প্রায়ই জাহেদাকে শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করতো স্বামী সোলায়মান। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে বৈঠকও হয়েছে। জাহেদা বেগমকে রাতের যে কোন সময়ে শ্বাসরোধ ও পিটিয়ে হত্যা করে ঘরের আড়ার সাথে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা করছে বলে এলাকায় প্রচার করে স্বামী সোলায়মান। এটি একটি পরিকল্পিতভাবে হত্যাকান্ড বলে দাবী করেন তিনি।

এছাড়া একই অভিযোগ উঠেছে নিহত গৃহবধু আসমা বেগমের স্বামী মো. হোসেন ও তার পরিবারের বিরুদ্ধে। যৌতুকের টাকার জন্য রাতের যে কোন সময়ে পিটিয়ে হত্যা করে আসমা বেগমের লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করছে বলে প্রচার করা হয় বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, দুই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। যৌতুকের টাকার জন্য শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে কিনা, সে বিষয়টি সামনে নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

(এমআরএস/এইচআর/জানুয়ারি ১১, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test