E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে এক্সট্রা মোহরারদের কর্মবিরতি

২০১৬ জানুয়ারি ১১ ১৮:০০:১০
গাজীপুরে এক্সট্রা মোহরারদের কর্মবিরতি

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে এক্সট্রা মোহরার (নকল নবিশ) গণ টানা ৮ দিন ধরে কর্মবিরতি পালন করে আসছে। এতে করে জেলার সাব রেজিষ্ট্রি অফিস গুলোতে বিরাজ করছে অচলাবস্থা। নকল নবিশরা কোন দলিলের নকল এবং দলিল সরবরাহ করেছেনা। জেলার প্রায় ৭ শতাধিক নকলনবিশ এক যোগে এ কর্মবিরতি পালন করায় তারা দলিল বালাম বইয়ে লিপিবদ্ধ করা থেকেও বিরত রয়েছেন। ফলে প্রতিদিন শত শত লোক রেজিষ্ট্রি অফিসে এসে দলিলের নকল না পেয়ে ফিরে যাচ্ছেন। জমির দলিলের নকল না পাওয়ায় জমির ক্রেতা-বিক্রেতারাও বিপাকে পড়েছেন। তারা জমি কেনা বেচা করতে পারছেন না। এতে করে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

গাজীপুর জেলা এক্সট্রা মোহরার (নকল নবিশ) সমিতির সভাপতি মোসাব্বির উদ্দিন আহমেদ কিরণ ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলী জানান, কালীগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসের অফিস সহকারি পেনশন পূর্ব প্রস্তুতিমুলক ছুটিতে (এলপিআর) যাওয়ার পর ওই পদে গাজীপুর জেলা রেজিষ্ট্রার কার্যালয় থেকে নিম্নমান সহকারি নুরুল ইসলাম নূরুকে সম্প্রতি অফিস সহকারি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগ বিধিসম্মত হয়নি আখ্যা দিয়ে জেলার নকল নবিশ সমিতি প্রতিবাদ জানিয়ে আসছিল। নুরুল ইসলাম নূরুকে প্রত্যাহারের দাবিতে গত ৩ জানুয়ারি থেকে তারা লাগাতার কর্মবিরতি করে আসছেন।

এক্সট্রা মোহরার নেতৃবৃন্দ জানান, একজন এক্সট্রা মোহরার দীর্ঘদিন কাজ করার পর অভিজ্ঞতার আলোকে মোহরার পদে পদোন্নতি পায়। পরে মোহরার থেকে অফিস সহকারি পদে নিয়োগ পায়। নেতৃবৃন্দের অভিযোগ করেন, ২০-২৫ বছর এক্সট্রা মোহরার হিসেবে কাজের পর অফিস সহকারি পদটি অনেক কাংখিত। সিনিয়র মোহরারদের বঞ্চিত করে জেলা রেজিষ্টারের কার্যালয়ের নিন্মমান সহকারী নুরুল ইসলাম নুরুকে কালিগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসে অফিস সহকারির দায়িত্ব-দেওয়া হয়েছে।

অবিলম্বে কালিগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসের অফিস সহকারি নুরুল ইসলাম নুরু কে গাজীপুর জেলা কার্যালয়ে ফিরিয়ে আনা না হলে অবস্থান কর্মসুচিসহ আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

জেলা রেজিষ্টার জিয়াউল হক জানান, নূরুল ইসলাম নূরুকে কালীগঞ্জ অফিসেপ্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। শিঘ্রই মোহরারদের থেকে একজনকে স্থায়ী ভাবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া

(এসএএস/এইচআর/জানুয়ারি ১১, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test