E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালকিনিতে পৌরসভার স্থগিত দুটি কেন্দ্রে পুনঃভোটগ্রহণ চলছে

২০১৬ জানুয়ারি ১২ ১২:২৬:৪৩
কালকিনিতে পৌরসভার স্থগিত দুটি কেন্দ্রে পুনঃভোটগ্রহণ চলছে

মাদারীপুর প্রতিনিধি :মাদারীপুরের কালকিনি পৌরসভায় স্থগিত হওয়া দুটি কেন্দ্রে মঙ্গলবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে এরই মধ্যে একজন জাল ভোটারকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালকিনি পৌরসভার স্থগিত জোনারদন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাষ্টগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এসময় সকালে জোনারদন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে এসে জোনারদন্দী গ্রামের মোসলেম শিকদারের ছেলে ছালাম শিকদারকে (১৪) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদারীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুদ্দিন গিয়াস ৫ হাজার টাকা জরিমানা করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্র দুটিতে সার্বক্ষণিক চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি এক প্লাটুন, র‌্যাবের দুটি টিম, দুটি কেন্দ্র দুই জন নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক, দুই কেন্দ্রে ১শ’ জন পুলিশ ও আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

এদিকে স্টাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স, সাদা পোশাকে ডিবি পুলিশ ও দুই কেন্দ্রে দুটি মোবাইল টিমসহ দুজন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক মনিটিরিং করেছেন।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর নির্বাচনের আগের রাতে কালকিনি পৌরসভার কাষ্ঠগর ও জোনারনন্দী এই দুটি কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং কর্মকর্তাকে জিম্মি করে ৮০১টি ও ৫০৩টি ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরে রাখায় ভোটগ্রহণ স্থগিত হয়।

৩০ ডিসেম্বর ৬ ও ৮ নং ওয়ার্ড ভোট স্থগিত করা হয়েছে। মঙ্গলবার নির্বাচনে ৬নং ওয়ার্ড কাষ্টগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪৩৬ জন ও ৮নং ওয়ার্ড জনারদন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৪৪৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।

আগের হিসাব মতে, পৌরসভার ১৭টি কেন্দ্রের মধ্যে স্থগিত দুটি বাদে ১৫টিতে ৫ হাজার ৬৬১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী মশিউর রহমান সবুজ। দ্বিতীয় অবস্থানে আছেন আওয়ামীলীগের আরেক বিদ্রোহীপ্রার্থী আবুল কালাম আজাদ। তিনি ৪ হাজার ৮০৪ ভোট পেয়েছেন। আর তৃতীয় অবস্থানে আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনায়েত হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫০১ ভোট।

বিদ্রোহীপ্রার্থীর চেয়ে আওয়ামীলীগের মনোনীতপ্রার্থী পিছিয়ে রয়েছেন ১ হাজার ১৬০ ভোটে।

(এএসএ/এস/জানুয়ারি১২,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test