E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে র্দূবৃত্তের দেয়া আগুনে পুড়েগেছে ৫টি বসত ঘর ও একটি গোডাউন 

২০১৬ জানুয়ারি ১৩ ১২:৫০:২২
বাগেরহাটে র্দূবৃত্তের দেয়া আগুনে পুড়েগেছে ৫টি বসত ঘর ও একটি গোডাউন 

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট শহরের রেলস্টেশন এলাকায় বুধবার ভোর রাতে র্দূবৃত্তের দেয়া আগুনে পুড়েগেছে ৫টি বসতঘর ও একটি গোডাউন।

বুধবার গভীর রাতে অগ্নিকান্ডের পর বাগেরহাট ফায়ার বিগ্রেডের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। তৎক্ষনে আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় ভিখারী শাহ বাবু'র (৬৫) বাসাবাড়িতে বসবাসরত তাসলিমা বেগম, মনোয়ারা বেগম, মহম শেখ, হাসিনা বেগম, বাচ্চু পাহলানের বসত ঘর ও একটি গোডাউন।

বুধবার সকালে পুড়ে যাওয়া বসত ঘর পরিস্কারের সময়ে মৃত রুস্তুম পাহলানের স্ত্রী মনোয়ারা বেগম জানান, রাত সাড়ে ৩টার দিকে তার বসত ঘরের পাশে মহম শেখের ঘরে আগুন দেখতে পায়। মূহুর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তি মহমের বোন হাসিনা বেগমের ঘর থেকে আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।

তিনি জানান, ‘পৌর নির্বাচনে তার স্বামীসহ পুড়ে যাওয়া ঘরগুলোর গৃহকর্তারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় তারা এখন এলাকা ছাড়া। মহম শেখ ও হাসিনার ঘরে ওই রাতে কেউ ছিলনা’।

তিনি অভিযোগ করে বলেন, ‘এই সুযোগে র্দূবৃত্তরা তাদের বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে’। আগুনে সর্বস্ব হারানো বৃদ্ধা ভিখারী শাহবানু জানান, ‘মোর বাবা কিছুই নাই,পরানের কাড়প চোপড় সব পুইড়া গেছে মুই এহন কই থাকমু’। তার পাশের ঘরে তাসলিমা থাকে ওই রাতে সেও ঘরে ছিলনা। কিভাবে আগুন লেগেছে তা বলতে পারেনি ভিখারী শাহবানু।

এদিকে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান বুধবার সকালে ঘটনাস্থল পরির্দশন ও ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানান। তিনি আগুনে পুড়ে সর্বস্ব হারানো পরিবারগুলোর মাঝে আর্থিক সহযোগিতাসহ ত্রান সামগ্রী বিতরণ করেছেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়লান আবেদীন তিতাস জানান, আগুনে ৫টি কাঠ ও ঠিনের তৈরী বসত ঘর ও একটি কোকোলা ফুড প্রোডাকশনের একটি গোডাউন পুড়ে গেছে।

রেলরোড এলাকায় আগুন লাগার খবর পেয়ে তারা ভোর ৪ টার দিকে ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টা ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এর আগেই সম্পূর্ণ পুড়ে যায় ৫টি বসতঘর ও একটি গোডাউন। তবে এই কর্মকর্তা তদন্ত ছাড়া অগ্নিকান্ডের প্রকৃত কারন তাৎক্ষণিক ভাবে জানানো সম্ভব নয় বলে জানান।



(এসএকে/এস/জানুয়ারি১৩,২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test