E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে ব্রিজ ভেঙে ট্রাক নদীতে

২০১৬ জানুয়ারি ১৩ ১৫:২৭:২৪
টাঙ্গাইলে ব্রিজ ভেঙে ট্রাক নদীতে

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল শহরের বেড়াডোমা বেইলি ব্রিজটি ভেঙে রড বোঝাই একটি ট্রাক নিয়ে নদীতে পড়ে গেছে।

অতিরিক্তি মালবোঝাই ট্রাক পারাপারের কারণে মেরামতের এক বছর পার হতে না হতেই ফের ব্রিজটি ভেঙে পড়লো। ফলে পশ্চিম টাঙ্গাইলের সঙ্গে এ সড়কের যোগাযোগ বন্ধ রয়েছে। এতে পৌর এলাকাসহ পশ্চিম টাঙ্গাইলের দুর্গম চরাঞ্চলের পনেরো লাখ মানুষের জীবন-জীবিকা দারুণভাবে ক্ষতির মুখে পড়েছে।

বুধবার ভোরে চট্টগ্রামের ইস্পাত কারখানা থেকে আসা জিপিএইচ ইস্পাতের রডবোঝাই দশ চাকার একটি ট্রাক বেড়াডোমা ব্রিজ পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ভোরে ট্রাকটি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ ব্রিজটি ভেঙে ট্রাকসহ লৌহজং নদীতে পড়ে যায়। এ সময় পশ্চিম এলাকার পৌর পানির সঞ্চালন লাইনও ক্ষতিগ্রস্ত হয়।

এ ব্রিজটিই পশ্চিমের চরাঞ্চলের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। এ ব্রিজ দিয়েই পশ্চিমাঞ্চলের চারটি ইউনিয়নের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে থাকে। বিশেষ করে সব্জির চাহিদা মেটাতে উল্লেখযোগ্য অবদান রাখতো ব্রিজটি।

এর আগে ২০১৩ সালের ২৫ জুন রডবোঝাই ট্রাক পারাপারের কারণে ব্রিজটি ভেঙে পড়েছিল। ওই সময় দুর্ঘটনায় টেম্পুচালকসহ পাঁচজন আহত হয়। ব্রিজটি মেরামতের জন্য এলাকাবাসী পৌর কর্তৃপক্ষ ও সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগ করলে এটি তাদের কাজ নয় বলে জানানো হয়। ফলে এটি মেরামত করা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

অনেক দৌড়ঝাঁপ করে একবছর প্রতীক্ষার পর ব্রিজটি মেরামতের পর যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করা হয়। চট্টগ্রাম থেকে আসা মেরামতকারী একটি প্রতিষ্ঠান ব্রিজে কোনো গার্ডার না থাকার কারণে ২৫ টনের বেশি মালামাল বহনকারী যান না চলাচলের অনুরোধ করেন। কিন্তু এ কথার কোনো গুরুত্ব না দেওয়ায় রড বোঝাই ট্রাকের কারণে আবারও ব্রিজটি ভেঙে পড়লো।

(ওএস/এএস/জানুয়ারি ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test