E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভূঞাপুরে সংখ্যালঘুর বাড়িতে অগ্নি সংযোগ

২০১৬ জানুয়ারি ১৩ ১৭:০৯:২৩
ভূঞাপুরে সংখ্যালঘুর বাড়িতে অগ্নি সংযোগ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে ফলদা কেন্দ্রীয় কালীমন্দির কমিটির সভাপতি স্মরণ দত্ত’র বাড়িতে দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করে। এ ঘটনায় প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।

প্রাপ্ত তথ্যে প্রকাশ, গতকাল থেকে ৯ দিনব্যাপি কালীপূঁজা ও মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করায় স্মরণ দত্ত সহ প্রতিবেশী হিন্দু ধর্মাবলম্বীরা পূজার্চনায় ব্যস্ত থাকেন। সুযোগ বুঝে দূর্বৃত্তরা মন্দির কমিটির সভাপতির বাড়ীতে গান পাউডার ও পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। অগ্নিসংযোগে একটি টিনসেড বিল্ডিংসহ যাবতীয় আসবাবপত্র, টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, দলিলদস্তাবেজ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ভস্মিভূত হয়।

স্থানীয় জনসাধারণ ও ফায়ারসার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার খবর পেয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (টাঙ্গাইল উত্তর) মো. আসলাম খান, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান এড্ভোকেট আব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আওয়াল, ভূঞাপুর পৌর মেয়র মাসুদুল হক, গোপালপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র রকিবুল হক ছানা ও ভূঞাপুর থানার ওসি ফজলুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় জেলা প্রশাসক তাৎক্ষণিক ক্ষতিপূরণ হিসেবে ১ (এক) লক্ষ টাকা নগদ অনুদান প্রদান করেন।

উল্লেখ্য, ২০০১ সালে সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা, ২০১১ সালে স্থানীয় যুবলীগ নেতা’র নেতৃত্বে সাংবাদিক সন্তোষ দত্তসহ আরো দুই সংখ্যালঘু শিক্ষক পরিবারে হামলা, ২০১৩ সালে ফলদা কালীমন্দিরে অগ্নিসংযোগ, হামলা, লুটপাটের ঘটনা ঘটে। পরপর এসব ঘটনায় স্থানীয় সংখ্যালঘুরা প্রতিবাদ জানালে ফলদার সাবেক ইউপি চেয়ারম্যান শ্যাম শংকর দত্ত’র বাড়ির কেজি স্কুল ও স্বপন দত্ত’র বাড়িতে অগ্নিসংযোগ, মহাদেব ঘোষের বাড়িতে প্রতিমা ভাংচুর-অগ্নিসংযোগ, পদন শীলের বাড়িতে খড়ের গাদায় আগুন লাগানোসহ অন্যান্য সংখ্যালঘুদের বাড়িতে হামলা করে।

সাংবাদিক সন্তোষ দত্ত এসব ঘটনার প্রতিবাদ জানালে, একটি মহল তার বিরুদ্ধে হয়রানিমূলক ৪টি মামলা দায়ের করে।

জেলা প্রশাসক সরেজমিন পরিদর্শনে এসে সংখ্যালঘুদের নিরাপত্তাকল্পে সরকারি অর্থে নৈশ প্রহরী নিয়োগসহ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন ও পূর্বাপর সকল ঘটনার একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করার প্রতিশ্রতি দেন।

(আরকেপি/এএস/জানুয়ারি ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test