E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে বিএনপির ৩৪ নেতাকর্মীর ৩ বছরের সশ্রম কারাদন্ড

২০১৬ জানুয়ারি ১৩ ১৭:৪৭:২০
বাগেরহাটে বিএনপির ৩৪ নেতাকর্মীর ৩ বছরের সশ্রম কারাদন্ড

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে দ্রুত বিচার আইনে দায়েরকৃত পৃথক দুটি মামলায় জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবুসহ ৩৪ নেতাকর্মীকে ৩ বছরের সশ্রম কারাদন্ডসহ প্রত্যেকে ৫ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছে আদারতের বিচারক।

বাগেরহাটের গোটাপাড়া ইউনিয়নের মুক্ষাইট মোড়ে স্থানীয় আওয়ামী লীগ অফিসে প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরসহ অগ্নিসংযোগ ও বিঞ্চুপুর ইউনিয়নের কুকোড়ামারা গ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ীতে হামলা ও অগ্নিসংযোগ পৃথক দুটি ঘটনায় দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় বুধবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল আজাদ এই রায় প্রদান করেছেন। এসময়ে ২২ আসামী আদালতে উপস্থিত থাকলেও জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, সাবেক এমপি এমএএইচ সেলিমের দুই ভাই আ. রব ডাকুয়া, শাহীন ডাকুয়া ও গোটাপাড়া ইউপি চেয়ারম্যান বাশারত হাওলাদারসহ ১২ আসামী পলাতক রয়েছে। এরমধ্যে আ. রব ডাকুয়াকে দুটি মামলায় সাজা প্রদান করা হয়েছে।

করাদন্ড প্রাপ্তদের মধ্যে রয়েছে, বাগেরহাট জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, সাবেক এমপি এমএএইচ সেলিম ও জেলা বিএনপি সভাপতি এমএ সালামের দুই ভাই আ. রব ডাকুয়া, শাহীন ডাকুয়া, গোটাপাড়া বিএনপি সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাশারত হাওলাদার, মোহম্মদ, হাসমত শেখ, ওমর ফারুক, মামুন মোল্লা, আ. হাই মাঝি, একরামুল শেখ, মোবারক মোল্লা, ছফরুল দর্জি, আজমল শেখ, রনি শেখ, হায়দার মাঝি, কামাল শেখ, হাফিজ মল্লিক, আ. কাদের শেখ, শহিদ মাঝি, মাসুম মাঝি, হারুন মাঝি, পিন্টু সরদার, সিদ্দিক শেখ, ওসমান, এলাহি শেখ, নওশের শেখ, সিরাজ শেখ, রাজ্জাক পাইক, বাদশা, শহীদুল ইসলাম, টগর শেখ, মাহামুদ শেখ ও সোহেল শেখ। বিএনপির এসব নেতাকর্মীদের বাড়ী বাগেরহাট পৌর এলাকাসহ সদরের উপজেলার গোটাপাড়া ও বিঞ্চুপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

মামলার সংক্ষিপ্ত বিবরন থেকে জানাগেছে, বিগত ২০১৩ সালের ১০ আগষ্ট বাগেরহাট সদরের বিঞ্চুপুর ইউনিয়নের কুকোড়ামারা গ্রামের বিএনপির নেতাকর্মীরা স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা-ভাংচুর ও দুইটি মটর সাইকেলে অগ্নি সংযোগ করে। এঘটনার অভিাযোগ আদালতে দায়েরকৃত চার্জর্শীটের ৯৫ আসামীর মধ্যে ২৩ জনের দন্ড দিয়েছে আদালত। ওই বছরের ২০ অক্টোবর বাগেরহাট সদরের গোটাপাড়া ইউনিয়নের মুক্ষাইট মোড়ে স্থানীয় আওয়ামী লীগ অফিসে প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর ও অগ্নি সংযোগ অভিযোগে আদালতে দায়েরকৃত চার্জর্শীটের ১১২ জন আসামীর মধ্যে ১১ জনকে দন্ড দিয়েছে আদালত। বাদী পক্ষের আইনজীবী মো.শহিদুল ইসলাম জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তার মক্কেলরা উচ্চ আদালতে দ্রুত আপিল করবে।

(এসএকে/এইচআর/জানুয়ারি ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test