E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোগদখলকৃত সম্পত্তি জোরপূর্বক দখলের প্রচেষ্টা

২০১৬ জানুয়ারি ১৩ ১৭:৫০:৫১
ভোগদখলকৃত সম্পত্তি জোরপূর্বক দখলের প্রচেষ্টা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে প্রায় ৫০ বছর ধরে ভোগদখলকৃত এক একর সম্পত্তি এক প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি মিমাংসার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ সালিশ বৈঠক করে ওই জবর দখলকারীকে সম্পত্তি থেকে সরে যেতে নির্দেশ দিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের অধীন বাগধানা গ্রামের মৃত পাঞ্জাব আলী তরফদারের ছেলে রহিম উদ্দিন তরফদার বড়মহেশপুর মৌজার খতিয়ান নং ১৪৮ দাগ নং ১৬৭৩ এবং হাল খতিয়ান নং ৩৬৬ হাল দাগ ১২৩৭ মোতাবেক ১.০৪ একর কাতে ১.০০ একর সম্পত্তি একই উপজেলার স্বরুপপুর গ্রামের ঝরিয়া পাহানের পুত্র শ্রী মংলু পাহান ও মারু পাহানের পুত্র শ্রী চরন পাহানের নিকট থেকে কবলামূলে ক্রয় করেন। এ ব্যাপারে বিগত ০৮/০৭/১৯৬৭ তারিখে ক্রেতা ও বিক্রেতার মধ্যে ৭৩৬৯ নং কবলা দলিল সম্পাদিত হয়। সেই থেকে গত প্রায় ৫০ বছর ধরে রহিম উদ্দিন তরফদার উক্ত সম্পত্তি ভোগ দখল করে আসছেন। এর মধ্যে হঠাৎ করে সদর উপজেলার ঝাড়গ্রামের মোকছেদ আলীর পুত্র মোহাম্মদ বাচ্চু উক্ত সম্পত্তি তাঁর নিকট বন্ধকী দেয়া হয়েছে দাবি করে জোরপূর্বক জমি চাষ করে ধানের চারা রোপন করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বড়মহেশপুর গ্রামের ওই মাঠের কোথাও এখন পর্যন্ত বোরো ধান না লাগালেও বিবাদমান জমিতে ধান লাগানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ১০-১১ দিন আগে লাঠিয়াল বাহিনী নিয়ে ওই জমির দখল নিয়ে জমিতে চাষ দিয়ে ধানের চারা রোপন করেন। বিষয়টি নিয়ে রহিম উদ্দিন তরফদার স্থানীয় থানায় মামলা করেন।

মামলার পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দু’পক্ষের মধ্যে মিমাংসার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়। তারই প্রেক্ষিতে মঙ্গলবার চেরাগপুর ইউনিয়নের চেয়ারম্যান এশরাক দ’ুপক্ষকে নিয়ে বৈঠক করেন।

এ ব্যাপারে চেয়ারম্যান এশরাক হোসেন বলেন, সালিশ বৈঠকে মামলার বাদী রহিম উদ্দিন তরফদার জমির কাগজপত্র দেখালেও বিবাদী বাচ্চু কাগজপত্র দেখাতে সম্পূর্ণ ব্যর্থ হন। জমির কাগজপত্র ও দু’পক্ষের বক্তব্য শুনে আমি মামলার বাদী রহিম উদ্দিনকে জমির দখল নেয়ার জন্য আদেশ দিয়েছি।

(বিএম/এইচআর/জানুয়ারি ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test