E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটের তালিকা থেকে নাম বাদ পড়ছে সুন্দরবনের'

২০১৬ জানুয়ারি ১৪ ১৯:৫৪:১৩
'ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটের তালিকা থেকে নাম বাদ পড়ছে সুন্দরবনের'

বাগেরহাট প্রতিনিধি :সরকার জাতিসংঘসহ দেশী-বিদেশী পরিবেশবাদীদের মতামত উপেক্ষা করে সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লা ভিত্তিক ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীফ’ বিদ্যুৎ কেন্দ্র নির্মান থেকে সরে না আসায় ইউনেক্সোর ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইডের তালিকা থেকে নাম বাদ পড়ছে সুন্দরবনের।

উপকূলের সাড়ে ৪ কোটি মানুষের প্রাকৃতিক দূর্যোগের রক্ষা কবজ জীববৈচিত্রে ভরপুর বিশ্ববাসীর গর্ব- আমাদের গর্ব সুন্দরবনকে বাঁচাতে সবাইকে রাস্তায় নেমে আসতে হবে। আন্দোলন করে সরকারকে বাধ্য করতে হবে সুন্দরবন বিনাশী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান বন্ধ করতে। আর সরকার এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে সরে না আসলে এই সরকারের ভূল সিদ্ধান্তের কারনে আগামী ৩০ বছরের মধ্যে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। রামপাল কয়লা ভিত্তিক ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীফ’ বিদ্যুৎ কেন্দ্র নির্মান চুক্তিটির মাধ্যমে ভারতের সাথে আমাদের চিরস্থায়ী বৈরিতার সৃষ্টি হয়েছে। এটা ভারত সরকারকেও বুঝতে হবে। বৃহস্পতিবার সন্ধায় বাগেরহাটে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তেল-গ্যাস- খনিজ সম্পদ বিদ্যুৎ- বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মহম্মদ একথা বলেন।

অধ্যাপক আনু মহম্মদ আরও বরেছেন, আমরা বিদ্যুৎ কেন্দ্র নির্মানের বিরুদ্ধে নই। তবে তা সুন্দরবন ধ্বংস করে নয়। দেশের অনত্র্য বিদ্যুৎ কেন্দ্র নির্মান সম্ভব। তবে হাজার- হাজার কোটি টাকা খরচ করেও আর একটি ম্যনগ্রোভ সুন্দরবন তৈলী করা সম্ভব না- এটা সরকারকে বুঝতে হবে। এই বিদ্যুৎ কেন্দ্রের কারনে প্রথমে সুন্দরবনের পানি নষ্ট হয়ে জলজ প্রাণী মারা পড়বে। এরপর খাদ্যচক্র বিনষ্ট হয়ে মারা যেতে থাকবে বনজ সম্পদ। আর সুন্দরবন ধ্বংস হয়ে গেলে প্রাকৃতিক র্দূযোগে মারা যাবে উপকূলের লাখ-লাখ নিরণ্য মানুষ। তাই সুন্দরবন রক্ষায় তেল-গ্যাস- খনিজ সম্পদ বিদ্যুৎ- বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে সারা দেশ থেকে আগামী ১০ থেকে ১৫ মার্চ সুন্দরবন অভিমুখি লংমার্চ করা হবে।

তেল-গ্যাস- খনিজ সম্পদ বিদ্যুৎ- বন্দর রক্ষা জাতীয় কমিটির বাগেরহাটের জেলা আহবায়ক রণজিৎ চট্রোপাধ্যায়ের সভাপতিত্বে জেলা সিপিবি অফিসে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তল-গ্যাস- খনিজ সম্পদ বিদ্যুৎ- বন্দর রক্ষা জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সরদার রুহিন হোসেন প্রিন্স, কমরেড আজিজুর রহমান, বাগেরহাটের সদস্য সচিব ফররুখ হাসান জুয়েল, মানিক লাল মজুমদার, তুষার কান্তি দাস প্রমুখ।



(এসএকে/এস/জানুয়ারি১৪,২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test