E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পটুয়াখালীতে দুই দিনব্যাপী গণসংগীত উৎসব শুরু

২০১৪ মে ৩১ ০৮:২৬:২৬
পটুয়াখালীতে দুই দিনব্যাপী গণসংগীত উৎসব শুরু

পটুয়াখালী প্রতিনিধি : ‘ছিঁড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল’ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী বৃহত্তর বরিশাল জেলা গণসংগীত উৎসব-২০১৪।

শহীদ আলাউদ্দীন শিশুপার্কে শুক্রবার বিকালে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ।

উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মুজাহিদুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শামসুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ দুলাল ও বরিশাল জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি শান্তি দাস। বরিশাল বিভাগের বিভিন্ন জেলার সংস্কৃতিককর্মী ও সংগঠকরা দুই দিনের এই উৎসবে অংশগ্রহণ করেন।

বক্তারা আলোচনায় বলেন, ধর্মান্ধতা দূর করে মুক্তিযুদ্ধের চেতনায় অম্প্রদায়িক সমাজ গড়ার আন্দোলনকে এগিয়ে নেওয়াই এ উৎসবের লক্ষ্য। আলোচনা শেষে বিভিন্ন গণসংগীত সংগঠন ও শিল্পীরা একক ও দলীয় সংগীত পরিবেশন করেন।

(ওএস/এইচআর/মে ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test