E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাট বিসিক শিল্প নগরীর মিল থেকে ২৬ লাখ টাকার ডাল লুট

২০১৬ জানুয়ারি ১৫ ১৪:১৬:০২
বাগেরহাট বিসিক শিল্প নগরীর মিল থেকে ২৬ লাখ টাকার ডাল লুট

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের বিসিক শিল্প নগরীর একটি মিল থেকে ট্রাক যোগে ৫৬২ বস্তা মুশুরীর ডাল লুটে নিয়েছে সংঘবদ্ধ দুবৃর্ত্তরা। বৃহষ্পতিবার রাতে বিসিকে'র মেসার্স শক্তি ডাল মিলে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের এই ডাল লুটের ঘটনা ঘটে। দুবৃর্ত্তরা মিলের গুদামের গেট ভেঙ্গে প্রবেশ করে দুই  শ্রমিকদের বেঁধে রেখে ডাল লুটে নেয় বলে অভিযোগ করেন মিলের মালিক স্বপন কুমার বসু।

লুট হওয়া ডালের মূল্য প্রায় ২৬ লাখ টাকা। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মিলের তিন শ্রমিককে মুকুল মন্ডল (২৫), তাপস মন্ডল (৩৭) ও উত্তম কুমার পালকে (৩০) আটক করেছে।

বাগেরহাট শহরের বিশিষ্ট ব্যাবসায়ী ও শক্তি ডাল মিল মালিক স্বপন কুমার বসু জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে মিলের গোডাউনের গেট ভেঙ্গে ভেতরে ঢুকে দ’ুজন শ্রমিককে বেঁধে ফেলে দুবৃর্ত্তরা। পরে তারা ২৫ কেজির ৪০৩টি ও ৫০ কেজির ১৫৯টি মুশুর ডালের বস্তা ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। লুট হওয়া ডালের অনুমানিক বাজার মূল্যর প্রায় ২৬ লাখ টাকা।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খাঁন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য মিলের ৩ শ্রমিককে আটক করা হয়েছে। ঘটনাটি সন্দেহজনক উল্লেখ্য করে এবিষয়ে আইনগতো ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

(একে/এএস/জানুয়ারি ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test