E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় ছাত্র নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন

২০১৬ জানুয়ারি ১৫ ১৫:০০:২০
পাথরঘাটায় ছাত্র নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় নবম শ্রেণির এক ছাত্রকে নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় লেমুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আড়াইশতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের মুল ফটকে এ মানববন্ধন করে।

জানা যায়, ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মাইনুল ইসলাম নাইমকে গত মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ক্লাসের ফাঁকে বাহিরে আসলে স্থানীয় দুলাল হাওলাদার ও হাসান মিয়া পার্শ্ববর্তী বাজারে একটি ওষুধের দোকানে নিয়ে মারধর করে।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর সহপাঠিসহ স্থানীয় লোকজন নির্যাতনকারিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করে। মানববন্ধনে মো. মজনু মিয়া বলেন, শিক্ষার্থীকে মারধরের অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করছি।

শিক্ষার্থীর বাবা মো.ইউনুছ মিয়া জানান, তার ছেলে মাইনুল ইসলাম নাইমকে দুলাল ও হাসান চরথাপ্পর ও কিলঘুষি মারে।

অভিযুক্ত দুলাল হাওলাদার সাংবাদিকদের বলেন, আমার পারিবারিক বিষয় নিয়ে ওই শিক্ষার্থী কটাক্ষ করায় আমি শুধু তাকে শাসিয়েছি মাত্র। কোন মারধর করিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল কবির,বলেন, নবম শ্রেণীর ছাত্র নাইম, দুলাল হাওলাদারের মেয়েকে কটুক্তি করায় তাকে মারধর করার খবর আমি শুনেছি। বিষয়টি আমি সমাধানের জন্য উভয় পক্ষকে বলা হলেও তৃতীয় পক্ষের উসকানিতে তারা মানববন্ধন করেছে।

(এমএসআই/এএস/জানুয়ারি ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test