E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পল্লীবিদ্যুৎ পরিচালক রাজুর শপথ গ্রহণ

২০১৬ জানুয়ারি ১৫ ২০:০৯:৩৮
পল্লীবিদ্যুৎ পরিচালক রাজুর শপথ গ্রহণ

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ১৩ অঞ্চলের পরিচালক হিসেবে দ্বিতীয় মেয়াদে ৩ বছর জন্য শপথ গ্রহণ করেছেন জকিগঞ্জের আখতার হোসেন রাজু। বৃহস্পতিবার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে তিনি শপথ নেন। এ উপলক্ষে এক অনুষ্ঠানে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি সাইফ উদ্দিন আল ফারুকের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাপবিবোর্ড সিলেট জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নূরুল হক। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাপবিবোর্ড সিলেটের প্রকল্প বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জগলুল হায়দার, সিস্টেম অপারেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সিলেট পবিস-১’র কেসিএল রিটেইনার ইঞ্জিনিয়ার প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর। এ সময় অনান্য অঞ্চলের পরিচালক মোঃ হানিফ আহমদ, মো. শফিউর রহমান, আব্দুল আহাদ, মো. সাদেক জামাল, সৈয়দ মকবুল হোসেন, মোহাম্মদ ফয়জুল রহমান ফজলু, সাইফ উদ্দিন আল ফারুক, অজিত কুমার পাল, এডভোকেট বদরুল হোসেন, বিজন কুমার দেবনাথ, আব্দুল মতিন, কামরুল ইসলাম, মহিলা পরিচালক নেহারুন নেছা, কুহেলী পাল চৌধুরী, হাফসানা বেগমও শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক হালিমুজ্জামান।

উল্লেখ্য, ৩ ডিসেম্বর সমিতির মনোনয়ন বাছাইয়ের দিনে অপর প্রতিদ্বন্দ্বি কামরুল ইসলামের মনোনয়ন বাতিল হয়ে গেলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আখতার হোসেন রাজুকে পরিচালক নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন কমিশন। পরে হাইকোর্টে কামরুল ইসলাম ও এডভোকেট মঈন উদ্দিন পৃথক দুটি রিট পিটিশন দায়ের করেন। কামরুল ইসলামের রিট পিটিশন বাতিল হয়ে গেলেও এডভোকেট মঈন উদ্দিনের দায়েরকৃত রিট পিটিশনের শুনানী শেষে হাইকোর্ট ২ মাসের জন্য ১৩ অঞ্চলের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেন। এ আদেশকে চ্যালেঞ্জ করে আখতার হোসেন রাজু সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করলে সুপ্রিম কোর্ট আগামী ২২ জানুয়ারী পর্যন্ত হাইকোর্টের আদেশকে স্থগিত করেন।

(এসপি/পি/জানুয়ারি ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test