E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হরিপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ

২০১৬ জানুয়ারি ১৬ ১৩:৩০:৩০
হরিপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের হরিপুরে আওয়ামী লীগ কার্যালয় ও তার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ভেঙ্গে স্থানীয় সংসদ সদস্য দবিরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।

এ সময় এমপি দবিরুল ইসলামের ব্যানার ফেস্টুন ভাঙচুর করে। সকাল থেকেই দলীয় কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করে প্রশাসন। পরে পুলিশ বিক্ষোভকারীদের আওয়ামী লীগ অফিসের সামনে থেকে সরিয়ে দিলে এমপির বিরুদ্ধে নানা রকম শ্লোগান দিয়ে শহরে বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দোকান ভাঙচুর চালায় তারা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ জিয়াউল হাসান মুকুল জানান, আজ শনিবার কৃষকলীগ উপজেলা কার্যালয়ে পরিচিতি সভার আয়োজন করে। পরিচিতি সভা ভঙ্গ করার জন্য পূর্ব শত্রুতার জের ধরে একই স্থানে যুবলীগ বর্ধিত সভার ডাক দেয়। পরিচিতি সভা ভঙ্গ করার জন্য স্থানীয় এমপি প্রশাসনের মাধ্যমে আওয়ামী লীগ কার্যালয় ও তার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের জানান, আমরা আগে কার্যালয়ে বর্ধিত সভার আযোজন করেছি। কিন্তু উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী এই বর্ধিত সভা করতে দিতে চায় না। হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইয়েদুর রহামান জানান, সকাল থেকে আওয়ামী লগি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। নেতাকর্মীরা বাইরে বিক্ষোভ করলেও দলীয় কার্যালয়ে আসতে পারিনি।

উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কৃষক লীগ ও যুবলীগ সভা আহ্বান করায় ভারপ্রাপ্ত ইউএনও আব্দুল মান্নান শনিবার সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। হরিপুর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।


(ওএস/এস/জানুয়ারি১৬,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test