E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও তৈরির সরঞ্জামসহ  আটক ২

২০১৬ জানুয়ারি ১৭ ১০:৫৫:৫৫
ময়মনসিংহে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও তৈরির সরঞ্জামসহ  আটক ২

ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরী এলাকায় থেকে শেখ মেহেদী হাসান নাদিমকে আটক করা হয়েছে। একই সময়ে রাসেল নামের তাঁর এক সহযোগীকেও আটক করা হয়।

গতকাল শনিবার রাত ৩টার দিকে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তারের পর ওই দুই জনের কাছ থেকে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন ময়মনসিংহ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী।

ডিবির ভাষ্য, নাদিমের বাসায় অস্ত্র আছে গোপন সূত্রের ভিত্তিতে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। ওই সময় তিনটি বিদেশি পিস্তল, ১৫টি গুলি, চায়নিজ রাইফেলের তিনটি বাঁট, নয়টি সামুরাই তলোয়ার, দুটি ব্রিফকেসভর্তি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম, বিপুল পরিমাণ মাদক ও এসিড উদ্ধার করা হয়।

জেলা ডিবির ওসি ইমারত হোসেন গাজী জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে বিসিক শিল্পনগরীর বাসায় অভিযান চালানো হয়। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁরা নিজেদের অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করেছেন। ইমারত হোসেন আরো জানান, নাদিমের বাসার নিচতলায় মিনি অস্ত্রের কারখানা ছিল। সেখান থেকে অস্ত্র কেনাবেচা হতো।

(ওএস/এস/জানুয়ারি১৭,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test