E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছেলের বাল্যবিয়ে দিতে গিয়ে বাবা শ্রীঘরে

২০১৬ জানুয়ারি ১৭ ১১:৪৯:২৯
ছেলের বাল্যবিয়ে দিতে গিয়ে বাবা শ্রীঘরে

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে ছেলেকে বাল্যবিয়ে দিতে গিয়ে কারাগারে যেতে হয়েছে শামসুদ্দিন আহমেদ (৫৫) নামে এক ব্যক্তিকে।

শনিবার রাতে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাবেত আলী তাকে ও তার নিকটাত্মীয় ফারুক হোসেনকে (২৮) ১৫ দিনের কারাদণ্ডের নির্দেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের কিত্তনীয়া পাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, অপ্রাপ্তবয়স্ক ছেলে রুবেল ও বরযাত্রীদের নিয়ে শনিবার রাতে পাশের দোগাছি গ্রামে মেয়ের বাড়িতে যান শামসুদ্দিন আহমেদ। বাল্যবিয়ের খবর পেয়ে পুলিশসহ ইউএনও সেখানে উপস্থিত হন। বিষয়টি টের পেয়ে বর ও মেয়ের পরিবারের লোকজন পালিয়ে গেলেও বরের বাবা ও আত্মীয় ফারুককে আটক করা হয়।

রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ১৫ দিন করে কারাদণ্ডের নির্দেশ দেন ইউএনও।

সদর থানার ওসি শাহজাহান পাশা জানান, দণ্ডপ্রাপ্তদের সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

(ওএস/এইচআর/জানুয়ারি ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test