E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘কয়েকটি মোটিভ নিয়ে হত্যাকাণ্ডের তদন্ত চলছে’

২০১৬ জানুয়ারি ১৭ ১৪:৩৭:৫৩
‘কয়েকটি মোটিভ নিয়ে হত্যাকাণ্ডের তদন্ত চলছে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি : কয়েকটি মোটিভ নিয়ে নারায়ণগঞ্জের ২ নম্বর বাবুরাইল এলাকায় একই পরিবারের পাঁচজন হত্যাকাণ্ডের তদন্তকাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

রবিবার সকালে হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘শিশু দুটিকে এমনভাবে হত্যা করা হয়েছে যাতে কোনো ধরনের প্রমাণ না মেলে। এটি খুবই মর্মান্তিক একটি ঘটনা। আমরা চাই এ পরিবার যেন বিচার পায়। অধিকতর গুরুত্ব দিয়ে প্রকৃত খুনিদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে। এবং উপযুক্ত বিচার হবে।’

এ হত্যাকাণ্ডের প্রায় অর্ধেক তদন্তকাজ হয়ে গেছে বলে জানান র‌্যাবের মহাপরিচালক।

এ সময় পুুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, ‘হত্যার আগে তাদের যে খাবার খাওয়ানো হয়েছিল তাতে বিষাক্ত কিছু মেশানো ছিল কি না সে জন্য ওই খাবার পরীক্ষা করতে ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। অচিরেই হত্যাকাণ্ডের পুরোপুরি তদন্ত শেষ হবে। আমাদের আরো কিছু সময় দিতে হবে।’ তদন্তের স্বার্থে কিছু কিছু বিষয় এখন প্রকাশ করা যাচ্ছে না বলে জানান তিনি।

এদিকে এ হত্যার ঘটনায় নিহত তাসলিমার স্বামী শফিকুল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানায় তিনি মামলাটি করেছেন বলে জানিয়েছেন এসআই আব্দুর রাজ্জাক। মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

উল্লেখ্য, শনিবার রাতে নারায়ণগঞ্জের ২ নম্বর বাবুরাইল এলাকার পাঁচতলা একটি ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- তাসলিমা বেগম (৪০), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোরশেদুল (২৫) ও তাসলিমার জা লামিয়া (২৫)।

ঘটনার পর সিআইডির একটি দল সবগুলো লাশের সুরতহাল ও বিভিন্ন আলামত সংগ্রহ করে। নিহতদের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

(ওএস/এইচআর/জানুয়ারি ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test