E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় আহত আরো ১জনের মৃত্যু

২০১৬ জানুয়ারি ১৭ ১৬:২৬:৩৪
গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় আহত আরো ১জনের মৃত্যু

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে শিবপুর পল্লী বিদ্যুতের সামনে বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনায় আহত আরও ১জনের মৃত্যু হয়েছে শনিবার রাতে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫জন। এ ব্যাপারে বাসের চালককে আসামী করে গৌরীপুর পুলিশের এএসআই মো. আব্দুল গনি বাদি হয়ে মামলা রুজু করেছেন।

নিহতরা হলেন গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া গ্রামের ফজলুল করিমের স্ত্রী ফাতেমা আক্তার (২৮), নরসিংদীর মনোহরদী থানার পাঁচকান্দি গ্রামের মৃত তমিজ উদ্দিনের কন্যা রাশিদা বেগম (৫৫), ঈশ্বরগঞ্জের শরাতী গ্রামের মুনসুর আহম্মেদের পুত্র আজিজুর রহমান (৪০), নান্দাইলের রহিমপুর গ্রামের আঃ রাজ্জাকের পুত্র শরিফুল ইসলাম (৩০), ইটনার পাঠাবোকা গ্রামের মো. ফুল মিয়ার পুত্র রোকেল মিয়া (৩০)। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ জানান, ময়না তদন্ত শেষে তাঁদের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভৈরবগামী শ্যামলছায়া (ঢাকা মেট্রো ব-০১-১৯৩) ও ময়মনসিংহগামী সিমেন্টভর্তি ট্রাক (ঢাকা মেট্টো- ট-১৮-৫৫৫১) শিবপুর পল্লী বিদ্যুতের সামনে ক্রসিং করার সময় সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হন রংপুর পিরগাছার মাহমুদুল হাসান (২৮), সোহেল মিয়া (১৫), মোহনগঞ্জের কেবল সরকার (৬০), ময়মনসিংহের বিথী রানী দত্ত (১০), মোঃ সোহেল মিয়া (৩৩), স্বপন মিয়া (৩৬), আব্দুল হাই (৩০), নেকবর আলী (৪৪), আঠারবাড়ির ডাঃ আজিজুর রহমান, আব্দুল জলিল (২৩), আকবর আলী (২৪) আব্দুর রাজ্জাক (৫০), তাহের আলী (৫০), আব্দুস ছোবান (২৪), আবুল কাসেম (৫৫)সহ কমপক্ষে ৫০জন। গুরুত্বর আহত ৯জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ও ৩জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে ২জনের অবস্থা এখনো আশংকাজনক।

(এসআইএম/এইচআর/জানুয়ারি ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test