E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় গ্রেফতারকৃত আসামির পলায়ন

২০১৬ জানুয়ারি ১৭ ১৭:১১:২৪
কাপাসিয়ায় গ্রেফতারকৃত আসামির পলায়ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : কাপাসিয়া থানা পুলিশের গ্রেফতারকৃত সেলিম নামে এক আসামি কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে গেছে। তার বাবার নাম আ: মান্নান উপজেলার ঘাঘটিয়া চালা গ্রামে তার বাড়ী।

জানা যায় শনিবার রাতে উপজেলার আমরাইদ বাজারে চুরি করার সময় সেলিম হাতেনাতে ধরা পড়ে। বাজার লোকজন রাতেই চোরকে বেদম পিটিয়ে পুলিশে খবর দেয়। সিংহশ্রী ফারির পুলিশ এ এস আই সবুজ তাকে জনতার হাত থেকে উদ্ধার করে আহত অবস্থায় রাত ২.১০ মিটিটে কাপাসিয়া উপস্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করেন। তার জন্য একজন আনছার ব্যটালিয়ান পাহাড়ায় ছিল। আজ বেলা ১১টার সেলিম বাথরুমের যাবে বলে আনছারকে জানান পরে তার হাতকড়া খুলে দিলে সে বার্থ রুম থেকে এসে নিজের ২নং বেডে শুয়ে পড়েন। কিছুক্ষন পর সেলিম হাসপাতাল থেকে পালিয়ে যায়। বেলা ১২ দিকে আনছার এসে তাকে না পেয়ে থানায় খবর দেয়। থানার পুলিশ আশপাশ এলাকায় খোজাখুজি করে ব্যর্থ হয়। কর্তব্যরত র্নাস মমতাজ বেগম জানান, বার্থ রুম থেকে এসে সেলিম ও এক পুলিশ কথাবার্তা বলছিল। কিছুক্ষন পর পুলিশ বাইরে গেলে এর ফাকে সেলিম পালিয়ে যায়। এ সময় আর এম ও ডাক্তার হাবিুরর রহমান হাসপাতালে ছিলেন না। এ সময় তার মোবাইল ফোনে (০১৭৯১২৮৩৩৪০ ) যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেনি।

এ ব্যাপারে কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ জানান, ঘটনাটি আমাকে জানানো হয়েেেছ। আমি বিশ্ব এজতেমার ডিউটিতে আছি বিষেশ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হরে বলে তিনি জানান। এ ব্যাপারে থানায় কোন মামলা রুজু হয়নি বলে ডিউটি অফিসার জানান।

(এসকেডি/এইচআর/জানুয়ারি ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test