E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে সাড়ে ৭ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের হনুমান মুর্তি উদ্ধার

২০১৬ জানুয়ারি ১৭ ১৮:১৩:৩০
সাপাহারে সাড়ে ৭ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের হনুমান মুর্তি উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : রবিবার দুপুরে নওগাঁর সাপাহারে ১টি কষ্টি পাথরের হনুমান মূর্তিসহ ১ জনকে আটক  করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি খঞ্জনপুর ক্যাম্পের সুবেদার আরিফ খান সঙ্গীয় ফোর্সসহ নিতপুরগামী ১টি যাত্রীবাহি বাসকে ধাওয়া করে তুলশিপাড়া মোড়ে গতিরোধ করে এবং বাসে তল্লাশি চালিয়ে ১টি সাদা রংয়ের বাজারের ব্যাগে মোড়ানো ১টি কষ্টি পাথরের হনুমান মূর্তিসহ মোজাহার আলী (৬৮) নামে এক জনকে আটক করে। মূর্তিটির ওজন ৭ কেজি ৬শ’ গ্রাম। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।

আটক মোজাহার আলী বিজিবিকে জানায়, এদিন পত্নীতলা উপজেলার বাঁকরইল বাজারের স্বপন নামে এক ব্যক্তি সাদা রংয়ের ব্যাগটি তার হাতে তুলে দেয় এবং হাতে নগদ ৪হাজার ৯শ’ টাকা দিয়ে বলে, এই ব্যাগটি পোরশা উপজেলার সরাইগাছি মোড়ে একজন ব্যক্তি মটরসাইকেল নিয়ে অপেক্ষা করছে। তুমি তাকে এই ব্যাগটি দিবে। খবর পেয়ে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইকবাল আকতার খঞ্জনপুর বিজিবি ক্যাম্পে উপস্থিত হয়ে উদ্ধারকৃত মুর্তিটি পাহাড়পুর যাদুঘরে পাঠানোর নির্দেশ দেন এবং আটককৃত ব্যক্তিকে সাপাহার থানায় সোপর্দ করেন। আটক মূর্তি বহনকারী মোজাহার আলী ধামইরহাট উপজেলার শালুককুড়ি গ্রামের বয়েজ উদ্দীনের পুত্র বলে জানা গেছে।

(বিএম/এইচআর/জানুয়ারি ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test