E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হরিণের মাংসসহ শিকারী ও ক্রেতা আটক, এক মাসের কারাদণ্ড

২০১৬ জানুয়ারি ১৭ ২০:০৭:০৮

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের চিত্রল হরিণের ৬ কেজি মাংসসহ ছাত্তার ওরফে তাইয়ুব আলী ছানা (৫৫) নামে শিকারী ও ক্রেতা বৌদ্ধ দেব বুদ্ধীকে (৫৫) এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকালে বাগেরহাট সদরের বাদামতলা মোড় থেকে সুন্দরবনের শিকার নিষিদ্ধ চিত্রল হরিণের মাংস বেচা-কেনার সময় এই দুই জনকে আটক করে বাগেরহাট মডেল থানা পুলিশ আটক করে। পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুন্দরবনের চোরা শিকারী তাইয়ুব আলী ছানা ও ক্রেতা বুদ্ধীকে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আটক ছাত্তার ওরফে তাইয়ুব আলী ছানা সাতক্ষীরার একসেরা গ্রামের মনির উদ্দিন ছানার ছেলে ও বৌদ্ধ দেব বুদ্ধী শহরের নাগের বাজার এলাকার নীরত চন্দ্র দেবের ছেলে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর বাদামতলা মোড় থেকে ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ কেজি হরিণের মাংসসহ চোরা শিকারী তাইয়ুব আলী ছানা ও ক্রেতা বৌদ্ধ দেব বুদ্ধীকে হাতে নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

(এসএকে/পি/জানুয়ারি ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test