E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিজয় স্বর্ণপদক পাচ্ছেন রানা মাস্টার

২০১৬ জানুয়ারি ১৮ ১৭:০৮:২১
বিজয় স্বর্ণপদক পাচ্ছেন রানা মাস্টার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ স্বাধীন বাংলা শিশু-কিশোর ফাউন্ডেশন (এসএসএফ) কর্তৃক ‘বিজয় স্বর্ণপদক-২০১৫’ পেতে যাচ্ছেন ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এ কে এম আতাউর রহমান রানা মাস্টার।

গত ৯ জানুয়ারি আতাউর রহমান রানা মাস্টারকে পাঠানো এসএসএফ এর চেয়ারম্যান প্রিয়ন্তি ইসলাম বর্ষা ও প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ তরিকুল হক রিপন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

পত্রে জানানো হয়, স্বাধীন বাংলা শিশু-কিশোর ফাউন্ডেশন (এসএসএফ) বাংলাদেশের একটি অলাভজনক সামাজিক-সাংস্কৃতিক, অরাজনৈতিক, প্রতিবাদ মুলক, মানবাধিকার স্বেচ্ছাসেবী ও শিশু কিশোর সংগঠন। বিগত সাত বছর ধরে বিভিন্ন সেবামুলক কার্যক্রম পরিচালনা করে আসছে। একই সাথে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রতি বছর বিভিন্ন উন্নয়ন সংগঠন, ব্যক্তিকে সম্মাননা পদক প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৯ জানুয়ারী) বিকেল চারটায় ঢাকার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর ভিআইপি সেমিনার হলে ‘মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের অহংকার’ শীর্ষক আলোচনা সভা ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। একই অনুষ্ঠানে দেওয়া হবে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া বিজয় স্বর্ণ পদক প্রদান করা হবে। আর সমাজসেবায় বিশেষ অবদান রাখায় এসএসএফ এর কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মন্ডলী আতাউর রহমান রানা মাস্টারকে ‘বিজয় স্বর্ণপদক-২০১৫’ প্রদানের জন্য মনোনীত করেছেন।

(এসএইচএম/এএস/জানুয়ারি ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test