E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে তাল্লু স্পিনিং মিলে বেতন-ভাতার দাবীতে অবরোধ

২০১৬ জানুয়ারি ১৮ ১৭:৩৮:২৫
গৌরীপুরে তাল্লু স্পিনিং মিলে বেতন-ভাতার দাবীতে অবরোধ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়ায় তাল্লু স্পিনিং মিলের শ্রমিকরা নির্ধারিত দিনে বেতন প্রদান, টাইমস্কেল, চিকিৎসা, মাতৃত্বকালীন ছুটি, বার্ষিক ছুটি, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, বিশুদ্ধ পানি ও পরিচ্ছন্ন ডাইনিংসহ শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সোমবার (১৮ জানুয়ারি) ভোর থেকে গৌরীপুর-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

যাত্রীদের অনুরোধে প্রায় ২ঘন্টা পর রাস্তা অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা কর্মবিরতির ডাক দিয়ে মিল গেইটে অবস্থান নেয়। প্রায় চার ঘন্টা পর মালিক পক্ষের প্রতিনিধি জনৈক আবুল কাশেমের সাথে দীর্ঘ আলোচনায় দুপুর ২টার মধ্যে বেতন পরিশোধের আশ্বাস ও অন্যান্য যৌক্তিক দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা কাজে যোগদান করে।

মিলের শ্রমিক আশরাফুল আলম, সিদ্দিক মিয়া, নয়ন মিয়া জানান, তাদের বেতন প্রতি মাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যে দেয়া কথা থাকলেও ২০ থেকে ২৫ তারিখের আগে তারা বেতন পান না। ফলে তারা পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগে দিনাতিপাত করছেন। এদিকে মিলের কয়েকজন শিশু শ্রমিক কাটিং সেকশনের রিতু (১৪), রিং সেকশনের মুশির্দা (১৫), নার্গিস (১৪), জহিরুল (১২) ও সানি (১৩) জানান, তারা দীর্ঘদিন ধরে ওই মিলে শ্রমিকের কাজ করছেন। কিন্তু তারা মাত্র ২ হাজার ২’শ টাকা বেতন পান। মালিক পক্ষ বারবার বেতন বৃদ্ধির আশ্বাস দিলেও স্থানীয় দালাল সিন্ডিকেটের কারণে তা বাস্তবায়ন হচ্ছে না। শ্রমিকরা যে পরিমাণ বেতন-ভাতা পান তাতে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

মিলের একাধিক শ্রমিক জানান, কোন শ্রমিক আহত হলে তাদের চিকিৎসা কোন দায়িত্ব মিল কর্তৃপক্ষ নেন না। নারী ও পুরুষ শৌচাগারটি ব্যবহার অনুপযোগী, দুর্গন্ধযুক্ত ও দরজা নেই। সরকারের নির্ধারিত মাতৃত্বকালীন ছুটি মানা হচ্ছে না। কোন শ্রমিকের মৃত্যু হলেও মিল সহায্য প্রদান করে না। ডাইনিং রুমের টেবিলটি ভাংগা, কুকুর শোয়ে থাকে ও তাই শ্রমিকদের খাবার খেতে অসুবিধা হচ্ছে। মিলে হাসপাতালের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে কোন ডাক্তার নেই। কিছুদিন পূর্বে এক শ্রমিকের মৃত্যু হলেও তাকে কোনরূপ সেবা দেয়া হয়নি। বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। কথায় কথায় শ্রমিকদের ছাঁটাই করা হয়। মালিক পক্ষের প্রতিনিধি আবুল কাসেম জানান, এসব সমস্যা পূর্বে আমার জানা ছিল না, দ্রুত সমাধান করা হবে।

(এসআইএম/এইচআর/জানুয়ারি ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test