E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাদুল্লাপুর-পীরগঞ্জ-নবাবগঞ্জ মহাসড়ক শত কোটি টাকায় প্রশস্তকরণ

২০১৬ জানুয়ারি ১৮ ১৮:২০:৫৪
সাদুল্লাপুর-পীরগঞ্জ-নবাবগঞ্জ মহাসড়ক শত কোটি টাকায় প্রশস্তকরণ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : প্রায় শত কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে সাদুল্লাপুর-পীরগঞ্জ-নবাবগঞ্জ জেলা মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্প গ্রহন করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগে উল্লেখিত সড়কটির ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল-প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প) প্রেরণ করা হয়েছে।

রংপুর সওজ সুত্র জানায়, গাইবান্ধা-পীরগঞ্জ ভায়া দিনাজপুরগামী জেলা সড়কটি সড়ক ও জনপথ বিভাগ উন্নয়নে আঞ্চলিক মহাসড়ক নাম দিয়ে সাদুল্লাপুর-পীরগঞ্জ-নবাবগঞ্জ প্রকল্প গ্রহন করেছে। গৃহীত প্রকল্পের অধীনে গাইবান্ধার সাদুল্লাপুরের ২১ কি. মি., রংপুরের পীরগঞ্জের ২৭ কি. মি. ও দিনাজপুরের নবাবগঞ্জের ৭ কি. মি. সহ মোট ৪৫ কি.মি সড়ক প্রশস্তকরণে ডিপিপি করা হয়েছে। এতে ৯৩ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার টাকা ব্যয় ধরা হয়।

প্রকল্পটি অনুমোদনের জন্য যোগাযোগ মন্ত্রনালয়ের সড়ক ও সেতু বিভাগে প্রেরন করা হয়েছে। প্রকল্পটির অনুমোদন মিললেই ‘একনেক’ এ উত্থাপিত হবে। উল্লেখিত উপজেলা সদরগুলোর মধ্য দিয়েই মহাসড়কটি প্রশস্তকরণ করা হবে বলে জানা গেছে। এটি হলে গাইবান্ধার সাথে সড়কপথে দিনাজপুরের প্রায় ৭৫ কিলোটিমটার দুরত্ব কমবে এবং দিনাজপুরের ৪টি, রংপুরের পীরগঞ্জ ও গাইবান্ধার ৪টি সহ মোট ৯ টি উপজেলার মানুষের মাঝে সার্বিক যোগাযোগ সুবিধা হবে। এ ব্যাপারে রংপুর সওজ’র নির্বাহী প্রকৌশলী ড. আব্দুল্লাহ্ আল মামুন বলেন- একনেকে অনুমোদন হলেই মহাসড়কটির প্রশস্তকরণে দরপত্র আহ্বান করা হবে।

উল্লেখ্য, ওই সড়কে পীরগঞ্জের করতোয়া নদীর কাঁচদহ ঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়ার নামে একটি সেতু নির্মিত হয়েছে। সেতুটির ভিত্তিস্থাপন অনুষ্ঠানে সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন উল্লেখিত সড়কটি আঞ্চলিক মহাসড়ক করার ঘোষণা দিয়েছিলেন।

(জেকেবি/এইচআর/জানুয়ারি ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test