E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে তাল্লু স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

২০১৬ জানুয়ারি ১৮ ১৮:৪৪:৫৬
গৌরীপুরে তাল্লু স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে সোমবার কলতাপাড়া তাল্লু স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে তুলা, সুতার গোডাউন ও রোটার সেকশনের মেশিন পুড়ে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সহিদুর রহমান ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রুকনুজ্জামানের নেতৃত্বে ৬টি ইউনিট প্রায় ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, শ্রমিকদের সাথে মিলের কর্মকর্তাদের বৈঠক চলাকালে আগুনের লেলিহান শিখা দেখে সতর্ক ঘন্টা বাজতে থাকে। ৪/৫ মিনিটেই মিলের তুলা, সুতার গোডাউন ও রোটার সেকশনে ছড়িয়ে পড়ে। শুরুতেই মিলের প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, এরপরেই ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সহিদুর রহমান ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রুকনুজ্জামানের নেতৃত্বে ৬টি ইউনিট প্রায় ২ঘন্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রুকনুজ্জামান জানান, বিদ্যুতের শর্টসাকিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তাল্লু স্পিনিং মিলের বিদ্যুৎ বিভাগের ম্যানেজার ইসমাইল হোসেন জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৮০-৯০লক্ষ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।

(এসআইএম/এএস/জানুয়ারি ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test