E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহ আমানতে অস্ত্র ও ড্রোনসহ আটক ১

২০১৬ জানুয়ারি ২০ ১৩:২৮:২৬
শাহ আমানতে অস্ত্র ও ড্রোনসহ আটক ১


চট্টগ্রাম প্রতিনিধি :চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক ব্যক্তির কাছ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন নিরাপত্তা সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি অস্ত্র ও ড্রোন রয়েছে। বুধবার সকালে এগুলো উদ্ধার করা হয়।
 

চট্টগ্রাম বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মোহম্মদ জাকির হোসেন বলেছেন, বাংলাদেশ বিমানের বিজি০৪৮ ফ্লাইটটি দুবাই থেকে সকাল নয়টায় বিমানবন্দরে পৌঁছায়। এসময় মোহাম্মদ সোলায়মান নামের ঐ ব্যক্তির কাছ থেকে ক্যামেরাসহ ২.৪ গিগাহার্টজ ক্ষমতাসম্পন্ন একটি ড্রোন ও এক মিলিয়ন ভোল্টের সিকিউরিটি স্টান গান উদ্ধার করা হয়।

তিনি জানান, আটককৃত ঐ ব্যক্তি প্রথমে এগুলোকে খেলনা হিসেবে দাবি করেন। পরে চট্টগ্রাম সেনাবাহিনীর ও বিমানবন্দরে নিয়োজিত শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা পরীক্ষা করে দেখে এগুলো আসল।


(ওএস/এস/জানুয়ারি২০,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test