E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এখনো নিখোঁজ ৪ বিজিবি সদস্য, সীমান্তে উত্তেজনা

২০১৪ মে ৩১ ১৩:৪৪:৫৬
এখনো নিখোঁজ ৪ বিজিবি সদস্য, সীমান্তে উত্তেজনা

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দৌছড়ি সীমান্তে শুক্রবার বিজিবি-বিজেপি গোলাগুলির ঘটনায় হাবিলদার মোতালেবসহ ৪জন বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে বর্তমানে দৌছড়ি সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এ ছাড়া ওই সীমান্ত এলাকায় বিজিবি ব্যাটালিয়ন সদর থেকে আরও সদস্য যোগ করা হয়েছে।

নিখোঁজরা বিজিবির সদস্যরা হলেন- বিজিবি ৩১ ব্যাটালিয়নের হাবিলদার মোতালেব, ল্যান্সনায়েক বাতেন, সিপাহী জাহাঙ্গীর ও আমিনুল। তবে বিজিবির পক্ষ থেকে দুজন নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ডিএডি মোশারফ হোসেন।

বিজিবি জানায়, মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে বুধবার নিহত হন বিজিবি পাইনছড়ি ক্যাম্প কমান্ডার ল্যান্সনায়েক সুবেদার মিজানুর রহমান। তার মৃতদেহ ফেরত চেয়ে বিজিবি’র ডাকা পতাকা বৈঠকের আমন্ত্রণে সাড়া দেয়নি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজেপি।

মিয়ানমার সীমান্তরক্ষীরা পতাকা বৈঠকের অনীহা প্রকাশ করায় বিজিবি সদস্যরা সীমান্ত অঞ্চলে ফিরে আসার পর শুক্রবার বিকেলে ফের বিজিবি টহলদলের উপর গুলিবর্ষণ করে মিয়ানমার সীমান্তরক্ষীরা। এ সময় আত্মরক্ষায় বিজিবি সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করেন। দুই দেশের সীমান্তরক্ষীর মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে।

দৌছড়ি সীমান্তের ৫১-৫২ নাম্বার সীমান্ত পিলারের কাছে দুই পাড়ে মুখোমুখি অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজেপি সদস্যরা।

এদিকে নিখোঁজদের খুঁজতে বিজিবি ব্যাটালিয়ন সদর থেকে রাতে বিজিবি সদস্যদের বহন করা দুটি পিকআপ দৌছড়ি সীমান্তে গেছে বলে জানা গেছে।

(ওএস/এটিআর/মে ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test