E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন

২০১৪ মে ৩১ ১৩:৫২:৪৫
ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকার আকাশ মেঘলা। কোথাও হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শনিবার সকাল থেকেই আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, দেশের সাতটি বিভাগেই আজ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে সবচেয়ে বেশি ৪৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে মাইজদী কোর্টে।

বৃষ্টির কারণে অস্বস্তিকর গরম থেকে আপাতত নিস্তার মিলেছে। ১০ দিন আগেও দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। বৃষ্টির কারণে তা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

এদিকে, ভারতের দিল্লিতে প্রবল ঝড়ে মৃত্যু হয়েছে ৯ জনের। আহত হয়েছেন ১৩ জন। গতকাল বিকেল ৫ টা নাগাদ প্রায় ৯০ মাইল গতিতে এই ঝড় আছড়ে পরে দিল্লিতে। ধুলোয় ঢেকে যায় চারপাশ। সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টিও।

ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় গাছ উল্টে, দেওয়াল ধসে স্তব্ধ হয়ে যায় দিল্লির জনজীবন। কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবাও। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় দিল্লির বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থাও। বহু জায়গাই ডুবে যায় অন্ধকারে।

দিল্লির রাস্তায় রাস্তায় বহু গাছ পড়ে রয়েছে। রাস্তা সাফ করার কাজ চলছে। গতকাল চলে বিভিন্ন রাস্তায় প্রবল যানজটের খবর পাওয়া গিয়েছে। বৃষ্টির জেরে দিল্লি বিনামবন্দর থেকে বিমান ওঠা নামাও বিলম্ব হচ্ছে।

(ওএস/এটিআর/মে ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test