E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সৌদিতে নিহত শিবচরের আক্কাসের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর

২০১৪ মে ৩১ ১৩:৫২:২৬
সৌদিতে নিহত শিবচরের আক্কাসের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর

মাদারীপুর প্রতিনিধি : সৌদির রিয়াদে সোফা কারখানায় আগুনে পুড়ে নিহত মাদারীপুর শিবচরের আক্কাসের মৃতদেহ শুক্রবার রাতে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। শনিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হয়।

মাদারীপুরের শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের সেনেরবাগ গ্রামের দলিলউদ্দিন খানের ছেলে আক্কাস খান।

আক্কাসের চাচা ও স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন খান বলেন, ২০১২ সালে সৌদি আরব যায় আক্কাস খান। সৌদিআরব গিয়ে সুখেই কাটছিল তার সংসার। কিন্তু ১২ মে সোমবার রাতে আগুনে পুড়ে আক্কাসের জীবনের সঙ্গে নিঃশেষ হয়ে যায় তার স্বপ্নও।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি উদ্যোগে মৃত্যুর ১৭ দিন পর শুক্রবার রাতে মাওয়া-কাওড়াকান্দি নৌরুট হয়ে একটি বিশেষ অ্যাম্বুলেন্সে তার মৃতদেহ বাড়িতে আনা হয়।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইববাল হোসেন মৃতদেহ গ্রহণ করেন। পরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় আক্কাসের মা, স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-বোনসহ আত্মীয়স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন। তাদের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।

এ ব্যাপারে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, আক্কাসের মৃতদেহ প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে এই পরিবারকে ৩৫ হাজার টাকা দেয়া হয়। শনিবার দাফনসহ বিভিন্ন পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে।

(এএসএ/জেএ/মে ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test