E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জলাশয় দূষণে ৮ কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা

২০১৬ জানুয়ারি ২০ ১৮:৪৯:৩৪
জলাশয় দূষণে ৮ কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা

নারায়নগঞ্জ প্রতিনিধি : জলাশয় দূষণের অভিযোগে গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার ৮ কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট এ কে এম  মিজানুর রহমান ওই জরিমানা করেন। কারখানাসমূহের মধ্যে তিনটি ফার্মাসিউটিক্যাল, একটি পেপার মিল, দুইটি ডাইং ও একটি ফুড এন্ড বেভারেজ।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বুধবার কারখানা সমুহের মালিক-প্রতিনিধিদের অধিদপ্তরের প্রধান কার্যালয়ে তলব করা হয়। পরে শুনানী শেষে ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে কারখানা পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির দায়ে গাজীপুরের শ্রীপুরের উইস্টেরিয়া টেক্সটাইলকে ২ লাখ, গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুরের রেনেটা লিমিটেডকে (পেনিসিলিন প্লান্ট) ৩০ হাজার, টঙ্গীর আল মদিনা ফার্মাসিউটিক্যালকে ১০ হাজার, নারায়নগঞ্জের রূপগঞ্জের ক্রিয়েটিভ পেপার মিলসকে ৭ লাখ, একই এলাকার নাভানা ফার্মাসিউটিক্যালকে ৩০ হাজার, নারায়গঞ্জের ফতুল্লাহর চাঁদ ডাইং এন্ড প্রিন্টিংকে ২ লাখ, একই এরাকার কদম রসুল ডাইংকে ৬ লাখ ও ঢাকার ধামরাইয়ের বিডি থাই ফুড এন্ড বেভারেজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

(এসআইএস/এএস/জানুয়ারি ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test