E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তাগাছায়  মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে জরিমানা

২০১৬ জানুয়ারি ২১ ১৪:৪৬:৪০
মুক্তাগাছায়  মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে জরিমানা

মুক্তাগাছা (ময়মনসিংহ)প্রতিনিধি :ময়মনসিংহের মুক্তাগাছায়  মেয়াদ উত্তীর্ণ ও ট্রেডমার্ক বিহীন পণ্য বিক্রির অভিযোগে ৪টি দোকান মালিকের  নিকট থেকে ৭৫ হাজার টাকা জরিমানা আদায়  করেছে ভ্রাম্যমাণ আদালত ।

আজ বৃহস্পতিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. উম্মে আফছারী জহুরা ভ্রাম্যামাণ আদালতের নেতৃত্ব দেন । অভিযানে অংশগ্রহনকারী মুক্তাগাছা ২য় আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসএসপি ইব্রাহিম জানান, গোপান সূত্রে জানতে পাই যে, মুক্তাগাছা শহরের বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ ও ট্রেডমার্ক বিহীন পণ্য বিক্রয় হয়ে আসছে ।

এরই পরিপ্রেক্ষিতে এই অভিযান । তিনি জানান, ২০০৯ সালের ভেজাল পণ্য বিক্রির অভিযোগে সাজঘর এর মালিককে ৩০ হাজার টাকা এবং ট্রেডমার্ক বিহীন পণ্য বিক্রির অভিযোগে সামাদ সেন্টারের মালিককে ১০ হাজার টাকা, নজরুল স্টোরের মালিককে ১৫ হাজার টাকা এবং কামাল ভ্যারাইটিস এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । ভেজাল পণ্য জব্দ করা হয়েছে । ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. উম্মে আফছারী জহুরা জানান, ভোক্তা অধিকার পণ্য আইনে সংশ্লিষ্টদের নিকট থেকে জরিমানা আদায় করা হয় । অভিযান শেষে জব্দকৃত পণ্য পুড়িয়ে ফেলা হবে ।




(এমডি/এস/জানুয়ারি ২১,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test