E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনাগাজীতে যুবলীগের দু-গ্রুপের সংঘর্ষ , গুলিবিদ্ধ ৪

২০১৬ জানুয়ারি ২৩ ১৬:১৮:৩১
সোনাগাজীতে যুবলীগের দু-গ্রুপের সংঘর্ষ , গুলিবিদ্ধ ৪

ফেনী প্রতিনিধি :সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে চার জন গুলিবিদ্ধ । শনিবার  দুপুর ১ ঘটিকার সময় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ সমর্থক ও সদরের সাংসদ নিজাম হাজারীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানায় , ওই সময় হাজী রহিম উল্যাহ সমর্থক স্থানীয় ইউপি সদস্য শিপন শতাধিক সহযোগী নিয়ে তাকিয়া বাজারে অবস্থান নেয়। এ সময় নিজাম হাজারী সমর্থক ইউনিয়ন যুবলীগ নেতা সেলিম মোটর সাইকেল যোগে ওই স্থান অতিক্রম করার সময় তাকে ধাওয়া করে শিপনের সহযোগীরা। এ খবর ছড়িয়ে পড়লে সেলিম সমর্থীত ১০/১২জন যুবলীগ কর্মী শসস্ত্র অবস্থায় শিপন ও তার সহযোগীদের ধাওয়া করলে , উভয় গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায় । এ সময় উভয় পক্ষের গোলা- গুলিতে যুবলীগ কর্মী রিপন (৩৬) , নিজাম উদ্দিন (৩৩) বাচ্চু মিয়া (৩৫) ও মামুন (২৬) গুলিবিদ্ধ হয়।

আহতরা সকলে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক নুরুল আমিন জানান ,বাচ্চু ও রিপনের পিঠে ৩০-৩৫টি গুলির স্পিøন্ডার রয়েছে বের করা চেষ্টা চলছে, বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।



(এসএমএ/এস/জানুয়ারি২৩,২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test