E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাপলা অ্যাওয়ার্ড পেল গৌরীপুরের ৬ স্কাউটার

২০১৬ জানুয়ারি ২৪ ২০:১৭:৪৯
শাপলা অ্যাওয়ার্ড পেল গৌরীপুরের ৬ স্কাউটার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : গণভবনে বাংলাদেশ স্কাউট দলের ২০১৩ ও ২০১৪সনের শাপলা কাব অ্যাওয়ার্ড প্রদান শনিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নিকট থেকে ময়মনসিংহের গৌরীপুর মুক্ত স্কাউট গ্রুপের ৬জন পেল এ অ্যাওয়ার্ড। স্কাউটের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে তারা ১১টি পরীক্ষার মাধ্যমে উর্ত্তীণ হয়ে এ সম্মাননা অর্জন করে।

অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলো উপজেলা ডৌহাখলা ইউনিয়নে চরশ্রীরামপুর গ্রামের রমেন্দ্র চন্দ্র খাজাঞ্চী ও দিপ্তী রানী খাজাঞ্চী’র পুত্র শাওন চন্দ্র খাজাঞ্চী, চরঘোরামার আব্দুস ছালাম ও নাছিমা আক্তারের পুত্র মো. আরিফুল ইসলাম, চরশ্রীরামপুরের মো. আবুল কাসেম ও শিরিনা আক্তারের পুত্র মো. সিরাজুল ইসলাম, তাঁতকুড়া গ্রামের মো. রাকিবুল ইসলাম ও ছুলেমা খাতুনের পুত্র শেখ মো. আরমান হোসেন, ২নং গৌরীপুর ইউনিয়নের ইউসুফাবাদ গ্রামের ইবনে বাসার ও নাছিমা খাতুনের পুত্র নাফিজুল ইবনে বাসার, ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারী গ্রামের আবু তাহের ও তাসলিমা বেগমের কন্যা তাবাসসুম আক্তার শায়লা। ওরা সবাই বর্ণমালা কিন্ডারগার্টেনের শিক্ষার্থী।

স্কাউটের মূলমন্ত্র অন্যের মাঝে পৌঁছে দেয়া ছাড়াও চালিয়ে আসছে সেবামূলক কর্মকাণ্ড। বাল্য বিয়ে প্রতিরোধ, বৃক্ষরোপন, শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত, তামাক ও মাদক বিরোধী গণসচেতনতাবৃদ্ধিসহ নানা সমাজসেবার কাজ করেও আসছে। এ ছাড়াও চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপ ২০০৬ সালে এ.এইচ.এম মশিউর রহমান, ২০০৭সনে তনয় চন্দ্র খাজাঞ্চী, বর্ণা আক্তার ময়না, ২০০৮সনে মোশারফ হোসেন আজম, শাহনাজ পারভীন শান্তা ২০০৯সনে বিজয় চন্দ্র খাজাঞ্চী, ইবনে শোয়েব, জাকির হোসেন বাবু, ২০১২সনে ইসতিয়াক হাসান লিমন, আবুল বাসার, মনিষা ভৌমিক মনি, জান্নাতুল ফেরদৌস আখিঁ, এ. কে. এম আনোয়ার হোসেন, পিয়াস আহমেদ নাঈম, আফজাল হোসেন, ২০১৩সনে শাওন চন্দ্র খাজাঞ্চী, আরিফুল ইসলাম, ২০১৪ তাবাসসুম আক্তার শায়লা, মোঃ সিরাজুল ইসলাম, শেখ মোঃ আরমান হোসেন, নাফিজুল ইবনে বাসার। মহামান্য রাষ্ট্রপতির নিকট থেকে এ সংগঠনের স্কাউট একে মানিক ২০০৫সালে, তনয় চন্দ্র খাজাঞ্চী ২০১৪ সালে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড গ্রহণ করেন। ২০০৫ সালে এ সংগঠনের প্রতিষ্ঠাতা বিদ্যুৎ কুমার নন্দী শ্রেষ্ঠ স্কাউট লিডার অ্যাওয়ার্ড অর্জন করেন।

এ ইউনিটে বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন প্রাণেস পন্ডিত। ইউনিট পরিচালনা করছেন গ্রুপ স্কাউট লিডার বিদ্যুৎ কুমার নন্দী, স্কাউট লিডার নয়ন কুমার দাস, এ. কে. মানিক, জন্মজয় দাস সহ ১৩ জন উডব্যাজার। মুক্ত স্কাউট দল আন্তর্জাতিক ১টি, জাতীয় পর্যায়ে ৮ টি, অঞ্চল পর্যায়ে ১২ টি, জেলা পার্যায়ে ১২টি, উপজেলা পর্যায়ে ১২ টি, ইউনিট ক্যাম্প-৩টিতে অংশ গ্রহণ করে। বর্তমান এ সংগঠনের সদস্য সংখ্যা কাব শাখায় ১২০ জন, স্কাউট শাখায় ৩২ জন, রোভার শাখায় ১৬ জন।

(এসইএম/পি/জানুয়ারি ২৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test