E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তীব্র শীতে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

২০১৬ জানুয়ারি ২৫ ১৮:৪৫:৫৫
তীব্র শীতে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

নওগাঁ প্রতিনিধি : ক’দিন ধরে নওগাঁ অঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। সোমবার এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রী সেলনিয়াস। ঠান্ডাজনিত রোগে চলতি মাসে নওগাঁর ১১টি উপজেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২ হাজার ৩২১জন এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৬২৩জন রোগী ভর্তি হয়েছে।

এদিকে শুধুমাত্র নওগাঁ সদর হাসপাতালে গত এক সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২৮০জন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৭৩৫জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি। চিকিৎসকরা বলছেন, প্রচন্ড শীতের কারণে এসব রোগের প্রাদুর্ভাব বেড়েছে।

এ বিষয়ে নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আনজুমান আরা বলেন, ঠান্ডার কারনে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। প্রচন্ড শীতের কারনে ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশুদের সব সময় গরম পরিবেশে রাখতে হবে। ডায়রিয়া প্রতিরোধ করার জন্য সব সময় গরম খাবার খেতে হবে। কোন সময় ঠান্ডা বা পচা বাসি খাবার খাওয়া যাবে না।

এ ব্যাপারে নওগাঁর সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন বুলবুল বলেন, চলতি সপ্তাহে জেলার ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নওগাঁ সদর হাসপাতাল মিলে প্রতিদিন ১৩০ থেকে ১৫০ রোগী ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। এটাকে ঠিক প্রকোপ বলা যাবে না। তবে অন্যান্য স্বাভাবিক সময়ের চেয়ে এই সংখ্যা বেশি। প্রচন্ড শীতই মূলতঃ ডায়রিয়া ও নিউমোনিয়ার কারণ। তবে ঠান্ডাজনিত রোগ প্রতিরোধের জন্য প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ওষুধ ও কম্বলের প্রস্তুতি রয়েছে।

(বিএম/এএস/জানুয়ারি ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test