E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সন্ধান মিললো বিজিবি’র নিখোঁজ ৪ সদস্যের

২০১৪ মে ৩১ ১৮:২৫:২২
সন্ধান মিললো বিজিবি’র নিখোঁজ ৪ সদস্যের

কক্সবাজার প্রতিনিধি : বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ির দৌছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র নিখোঁজ ৪ সদস্যের সন্ধান পাওয়া গেছে।

এরা দৌছড়ি-পাইনছড়ি সীমান্তের গহীন অরণ্যে বিচ্ছিন্নভাবে রয়েছেন। বিজিবি কর্মকর্তারা মোবাইলে নিখোঁজদের সাথে যোগাযোগ করেছে। তবে তাদেরকে এখনো উদ্ধার করা যায়নি।
এ বিষয়ে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লুৎফর করীম জানিয়েছেন, বিজিবির নিখোজ ৪ সদস্য নাইক্ষ্যংছড়ির দৌছড়ি-পাইনছড়ি সীমান্তের গহীন অরণ্যে বিচ্ছিন্নভাবে রয়েছেন। তাদেরকে উদ্ধারের তৎপরতা চালানো হচ্ছে।
নিখোঁজ বিজিবি সদস্যরা হলেন- ৩১ ব্যাটেলিয়নের হাবিলদার মোতালেব, ল্যান্স নায়েক বাতেন, সিপাহী জাহাঙ্গীর ও আমিনুল।
এদিকে ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লুৎফর করীম জানান, নাইক্ষ্যংছড়ি থেকে থানছি পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা চৌকি বিওপিগুলোতে সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ভারি অস্ত্রশস্ত্র-গোলাবারুদের মজুদও বাড়ানো হয়েছে। সব ধরণের পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বাত্মক প্রস্তুত রয়েছে।
(টিটি/এএস/মে ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test