E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় অস্ত্র মামলায় ১জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

২০১৬ জানুয়ারি ২৬ ১৮:৩৩:৪৫
নওগাঁয় অস্ত্র মামলায় ১জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় অবৈধভাবে ৩টি বিদেশী পিস্তল ও গুলি রাখার দায়ে অস্ত্র আইনে ১৯(এ) ধারায় হোসেন আলী মল্ডল নামে একব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও  অস্ত্র আইনের অপর (ধারা ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন আদালত।

উভয় সাজা যুগপৎ ভাবে চলবে বলে উল্লেখ করা হয়। মঙ্গলবার দুপুরে নওগাঁর ষ্পেশাল ট্রাইব্যুনাল-১ এবং জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আলহাজ্ব মোঃ আরিফুর রহমান জনাকীর্ন আদালতে দীর্ঘ শুনানী অন্তে এ আদেশ প্রদান করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হোসেন আলী মন্ডল (৪২) নওগাঁ সদর উপজেলার শালুকা মন্ডলপাড়া গ্রামের মছির উদ্দীন মন্ডলের পুত্র।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বিগত ২০১৩ সালের ৯ নবেম্বর বিকেলে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নওগাঁ সার্কেলের পরিদর্শক, সাইদুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজার এলাকায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, জেলার নিয়ামতপুর থানার আড্ডা বাজার এলাকা থেকে বি আর সুপার যাত্রীবাহী নওগাঁগামী বাসে একটি যুবক অস্ত্র ও গুলি নিয়ে আসছে।

ওই খবর পেয়ে হাপানিয়ায় নওগাঁ ফিলিং ষ্টেশনের কাছে অবস্থান নেন তারা। বিকেলে ৫টার সময় বি আর সুপার যাত্রীবাহী বাস (যার নং- চট্টগ্রাম -জ-২১৩৪) আসলে থামার জন্য সিগনাল দিলে বাসটি থামিয়ে গাড়ীতে তল্লাশী চালিয়ে ৩৬ নং সিটের বাস যাত্রী হোসেন আলী মন্ডলের কোমরে রাবার দিয়ে বিশেষ ভাবে বাঁধা অবস্থায় ৩টি বিদেশী পিস্তল (ইউএসএর তৈরি) ১২ রাউন্ড তাজাগুলি উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করেন। পরে মাদকদ্রব্য পরিদর্শক নিজে বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করলে মামলাটি বিচারের জন্য অত্র আদালতে এলে বিজ্ঞ বিচারক উপরোক্ত আদেশ প্রদান করেন। মামলাটি রাষ্ট্র পক্ষে পরিচালনা করেন, পিপি এ্যাডভোকেট আব্দুল খালেক এবং আসামী পক্ষে ছিলেন, এ্যাডভোকেট অমরেন্দ্রনাথ ঘোষ।

(বিএম/এএস/জানুয়ারি ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test