E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে নিষিদ্ধ নোট গাইডের রমরমা ব্যবসা

২০১৬ জানুয়ারি ২৭ ১৭:৩০:১৬
চাটমোহরে নিষিদ্ধ নোট গাইডের রমরমা ব্যবসা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহর উপজেলার বিভিন্ন বইয়ের দোকানে নিষিদ্ধ গাইড ও নোট বই বিক্রি হতে রমরমাভাবে। সরকারিভাবে সব ধরনের গাইড ও নোট বই কেনাবেচা নিষিদ্ধ থাকলেও বছরের শুরুতেই বিভিন্ন প্রকাশনী স্কুলগুলোর কিছু শিক্ষককে বড় অঙ্কের ডোনেশন দিয়ে নোট ও গাইড বই শিক্ষার্থীদের কিনতে বাধ্য করছেন।

চাটমোহর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে অর্ধশতাধিক বইয়ের দোকানে অবৈধ গাইড ও নোট বই বিক্রি করতে দেখা গেছে। শিক্ষার্থীরা বছরের শুরুতে নতুন বই হাতে পাওয়ার আগেই এ সব দোকানে বিভিন্ন প্রকাশনীর গাইড ও নোট বইয়ে ভরে গেছে। বিশেষ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের গাইড ও নোট বই বিক্রি হচ্ছে বেশি। অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন পাঠ্য বই হাতে পাওয়ার পর থেকেই গাইড ও নোট বই কিনতে ওই সব বইয়ের দোকানগুলোতে ভিড় করছে।

সূত্র জানায়, এক শ্রেণির শিক্ষকদের উৎসাহ ও অনুপ্রেরণায় শিক্ষার্থীরা গাইড ও নোট বই কিনতে বাধ্য হচ্ছে। নতুন বছর শুরুর আগেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কিছু শিক্ষক নির্দিষ্ট কিছু প্রকাশনীর গাইড ও নোট বই চালানোর লক্ষ্যে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে থাকেন এবং শিক্ষার্থীদের ওই সব প্রকাশনীর গাইড ও নোট বই কেনার নির্দেশ দেন। ফলে শিক্ষার্থীরা গাইড ও নোট বই কিনতে বাধ্য হয়।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনা সত্য হলে সংশ্লিষ্ট দোকান ও শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

(এএসএম/এএস/জানুয়ারি ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test