E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে শেষ হলো মহানামযজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তনের আনুষ্ঠানিকতা

২০১৬ জানুয়ারি ২৭ ১৭:৩২:১৮
চাটমোহরে শেষ হলো মহানামযজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তনের আনুষ্ঠানিকতা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় চড়কবাড়ী মহাদেব মন্দির প্রাঙ্গণে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও রাধা-গোবিন্দের লীলা কীর্তন বুধবার শেষ হয়েছে। শুক্রবার মঙ্গলগট স্থাপন ও শুভ অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

৫ম বারের মতো অনুষ্ঠিত মহানামযজ্ঞ অনুষ্ঠানে নাম সুধা পরিবেশন করেন খুলনার স্বর্গ সুধা সম্প্রদায়, যশোরের গৌরভক্ত সম্প্রদায়, সিরাজগঞ্জের বলরাম সম্প্রদায়, নাটোরের দ্বীনবন্ধু সম্প্রদায়, পাবনার নিত্যানন্দ গৌরাঙ্গ সম্প্রদায় এবং যশোরের মা প্রতিমা সম্প্রদায়। এছাড়া লীলা কীর্তন পরিবেশন করেন বগুড়ার স্বপ্না রানী, নওগাঁর শ্যামল পাল, সিরাজগঞ্জের নিলিমা মোহন্ত এবং ভারতের নদীয়ার শ্যামলী রানী। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার সনাতন ধর্মালম্বীদের শত শত ভক্ত-পূণ্যার্থী নাম সুধা এবং লীলা কীর্তন শ্রবন করেন। কুঞ্জভঙ্গ, নগর কীর্তন এবং মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো মহানামযজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তনের আনুষ্ঠানিকতা।

(এএসএম/এএস/জানুয়ারি ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test