E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে কমিউনিষ্ট পার্টির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

২০১৬ জানুয়ারি ২৭ ১৭:৩৪:৪৪
ঈশ্বরদীতে কমিউনিষ্ট পার্টির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা)  প্রতিনিধি : ‘দুই জোটের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ুন’ এই শ্লোগানকে সামনে নিয়ে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, সাম্রাজ্যবাদ ও লুটপাটের বিরুদ্ধে ভাত, কাপড়, রুটি, রুজির দাবিতে বুধবার বিকেলে ঈশ্বরদীতে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) মানববন্ধন, বিভিন্ন এলাকায় পথসভা ও বিক্ষোভ মিছিল করেছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিপিবি’র উপদেষ্টা ও প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড জসিম উদ্দিন মন্ডল। স্থানীয় কমিউনিষ্ট পাটির সাধারন সম্পাদক আহসান হাবিবের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রিয় কমিটির সদস্য কমরেড চন্দন সিদ্ধার্থ ও পাবনা জেলা কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।

বক্তারা বলেন, দুই জোটের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প গড়–ন, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, সাম্রাজ্যবাদ ও লুটপাটের বিরুদ্ধে এবং ভাত, কাপড়, রুটি, রুজির দাবি প্রতিষ্ঠায় সকলকে সোচ্চার হওয়ার আহব্বান জানান। আরো বলেন, এখনো এদেশে হিন্দুর মেয়েরা ধর্ষিত হচ্ছে। হিন্দুদের জমা-জমি সম্পদ দখল হচ্ছে। এই সরকারের নেতা-কর্মীরা লুটপাট ও সন্ত্রাস কায়েম করে রাতারাতি অর্থ সম্পদের মালিক বনে যাচ্ছেন। আগামী নির্বাচনে আপনারা গরীব দলের প্রার্থীকে ভোট দিবেন। তাহলেই এদেশে সঠিক গণতন্ত্র ফিরে আসবে।

(এসকেকে/এএস/জানুয়ারি ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test