E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'দক্ষিণাঞ্চল হবে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের জোন'

২০১৬ জানুয়ারি ২৮ ১৮:৩৮:৫৫
'দক্ষিণাঞ্চল হবে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের জোন'

গোপালগঞ্জ প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেছেন, যখন পদ্মা ব্রীজ, মংলা বন্দরের উন্নয়ণ ও পায়রা বন্দর স্থাপনের কাজ শেষ হবে, তখন এই দক্ষিণাঞ্চল হবে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের জোন। প্রধানমন্ত্রী বিদেশী বিনিয়োগকারীদের জন্য পৃথক অর্থনৈতিক জোন করছেন। তাই ২০২১ নয় ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তিনি বৃহস্পতিবার বিকেলে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়নে ৩ দিন ব্যাপী শেখ ফজলুল হক মনি সাংস্কৃতিক  উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের দেশ দিয়ে গিয়েছিলেন, তিনি যে দেশ দিয়ে গেলেন, সে দেশের দলিল ছিলো না। তাই আমাদের দেশের কোন সীমা রেখা ছিলো না। ৪০ বছর পর ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারত ও মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে সমুদ্র জয় করার মধ্য দিয়ে প্রথমে সমুদ্র সীমানা নির্ধারণ করেন। আর মুজিব-ইন্দিরা চুক্তির মাধ্যমে আমাদের স্থল সীমানা নির্ধরণ করা হয়েছে। আজকে আমরা বলতে পারি আমাদের দেশের সীমানা কি, আমাদের দেশের মানচিত্র কি। আমাদের কোন মিউটেশনও ছিলো না, রেজিষ্ট্রিও ছিলো না। বঙ্গবন্ধু দেশ দিলেন আর পরিপূর্ণতা দিলেন তাঁর কন্যা শেখ হাসিনা।

তিনি আরো বলেন, আজকে আমাদের শিশুরা ভারতের বা প্রাচ্যের বিভিন্ন অনুষ্ঠানমালা দেখে প্রভাবিত হয়। এই শিশুদের শিশুদের আমাদের দেশের সংস্কৃতি, কৃষ্টি ও কালচারে গড়ে তুলতে হবে। তাই দেশ ব্যাপী এধরনের উৎসব করার জন্য তিনি শিল্পকলা একাডেমিকে এগিয়ে আসার আহবান জানান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ এন এম মাঈনুল ইসলাম। পরে মন্ত্রী গোপালগঞ্জ জেলার গুণী শিল্পীদের হাতে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একডেমি সম্মাননা পদক-২০১৬ তুলে দেন। সম্মাননা প্রাপ্তরা হলেন-সংগিত শিল্পী বিপুল কুমার দাস, যাত্রা শিল্পী সুকলাল ভক্ত, নাট্যকার সনোজ কুন্ডু, বাদ্য যন্ত্রী এ্যাডভোকেট তপন কুমার সরকার ও আবৃতিকার মোঃ মোস্তাফিজুর রহমান সেলিম।

(এমএইচএম/পি/জানুয়ারি ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test