E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে শেষ হলাে তিন দিনের সাংস্কৃতিক উৎসব

২০১৬ জানুয়ারি ৩১ ১৪:৫২:৫৪
গোপালগঞ্জে শেষ হলাে তিন দিনের সাংস্কৃতিক উৎসব

গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব। এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নাচ, গান ও নাটক পরিবেশন করেন।

গোপালগঞ্জ জেলা উদীচীর পরিবেশনায় কালজয়ী উপন্যাস নকঁশি কাথার মাঠ অবলম্বনে গীতি-নৃত্য-নাট্রানুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার রাতে এই উৎসবের শেষ হয়।

অনেক দিন পর হলেও সাংস্কৃতিক উৎসবে মেতে ওঠে দর্শক-শ্রেতারা। দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাতে আগামীতেও এমন আয়োজন করা হবে বলে জানালেন আয়োজকেরা।
সাধারণ মানুষের কাছে দেশীয় সংস্কৃতি পৌঁছে দিতে গত বৃহস্পতিবার আয়োজন করা হয় তিন দিন ব্যাপী শেখ ফজলুল হক মনি সাংস্কৃতিক উৎসবের।

সংস্কৃতিতে আবদান রাখার জন্য জেলা শিল্পকলা সম্মামনা পদক দেওয়া হয় ৫ গুণী শিল্পীকে। স্যাটেলাইট ও আর বিদেশী সংস্কৃতির কারনে হারিয়ে যাওয়া দেশীয় সংস্কৃতির নাচ, গান ও নাটক দেখতে ভীড় করে নানা বয়সের দর্শক শ্রোতা। হাজির হন পরিবার পরিজন নিয়ে। মনোমুগ্ধ হয়ে উপভোগ করেন এসব অনুষ্ঠান।

(এমএইচএম/এস/জানুয়ারি৩১,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test