E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জের রামদিয়া পরীক্ষা কেন্দ্রে দুই ধরনের প্রশ্নপত্রে পরীক্ষা

২০১৬ ফেব্রুয়ারি ০১ ১৫:৪৫:০৩
গোপালগঞ্জের রামদিয়া পরীক্ষা কেন্দ্রে দুই ধরনের প্রশ্নপত্রে পরীক্ষা

গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জের রামদিয়া পরীক্ষা কেন্দ্রে দুই ধরনের প্রশ্নপত্রে এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ সোমবার পরীক্ষার প্রথম দিনে ওই কেন্দ্রের দু’টি কক্ষে ২০১৪ সালের সিলেবাস অনুযায়ী করা সৃজনশীল প্রশ্ন পত্রেই (বাংলা ১ম পত্র)পরীক্ষা দেয় ২০১৬ সালের সিলেবাসের পরীক্ষার্থীরা। পরীক্ষায় প্রশ্ন কমন না পড়ায় এবং ভালো পরীক্ষা দিতে না পেরে অনেকটা ভেঙ্গে পড়েছেন। এ অবস্থার শিকার ৭৯ জন পরীক্ষার্থী।

ওই কের্ন্দের পরীক্ষার্থী সিতারামপুর এম এইচ উচ্চবিদ্যালয়ের ছাত্রী সুমি খানম জানান, তার আশা ছিল সে ভাল রেজাল্ট করবে। কিন্তু, প্রশ্ন কমন না পড়ায় এখন পাশ করা নিয়ে সে দুশ্চিন্তায় রয়েছে। সে আরো জানায়, প্রশ্নপত্রের ব্যাপারে সে এবং অন্য পরীক্ষার্থীরা কর্তব্যরত শিক্ষককে জানালেও তিনি বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কোন কথা বলেননি।
এ ব্যাপারে কেন্দ্র সচিব মোঃ জয়নদ্দিনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কেন্দ্রের ২৪১ ও ২৪২ নং কক্ষে এ সমস্যা হয়েছে। প্রশ্নপত্র সর্টিং করার সময় এ ঘটনাটি ঘটে যায়। তবে পরীক্ষার্থীরা যখন অভিযোগ করেছিল তখন কক্ষের শিক্ষককের উচিৎ ছিল উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো। কর্তব্যে যারা অবহেলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

গোপালগঞ্জে জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমানের সাথে কথা হলে তিনি বিষয়টি শুনেছেন বলে জানান।



(এমএইচএম/এস/ফেব্রুয়ারি০১,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test