E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রানীশংকৈলে এস এস সি পরীক্ষায় জে এস সি’র খাতা !

২০১৬ ফেব্রুয়ারি ০১ ১৬:৫১:৩৮
রানীশংকৈলে এস এস সি পরীক্ষায় জে এস সি’র খাতা !

রানীশংকৈল প্রতিনিধি :সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মোট ৬টি পরীক্ষা কেন্দ্রে  এস এস সি/ সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ২৫০৬ জন অনুপস্থিত ১৩ জন।

রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা পরীক্ষার খাতা নিয়ে ছিলো কিছুটা বিপাকে। কারণ ঐ পরীক্ষা কেন্দ্রের যথানিয়মে জেনারেল শাখার বাংলা ১ম পত্রের লিখিত পরীক্ষার খাতা দেওয়ার সময় পরীক্ষার্থীদের জেএসসি পরীক্ষার খাতা দেওয়ায় পরীক্ষার্থীরা কিছুটা বিপাকে পড়ে। এতে দায়িত্বরত শিক্ষকরাও বিপাকে পড়েন। এ নিয়ে শিক্ষক ও পরীক্ষার্থীদের মধ্যে কথাকাটির এক পর্যায়ে বিশংঙ্খলার সৃষ্টি হয়।

এ সময় সাংবাদিক খুরশিদ আলম শাওন বিষয়টি জেনে এসএসসি পরীক্ষায় জেএসসি’র খাতার ছবি তুলতে গেলে পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র সচিব সোহেল রানা সাংবাদিককের ক্যামেরা আটকে ধরে বলে, আপনি কার অনুমতি নিয়ে এখানে এসেছেন ডিসি বা ইউএনওর অনুমতি পত্র আছে আপনি এখান থেকে বেরিয়ে যান।

পরে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে আসলে কেন্দ্র সচিব সোহেল সব সাংবাদিকদের নিয়ে অফিস রুমে গিয়ে বলেন, আমাদের কাছে ইউএনও স্যারের নির্দেশনা আছে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক প্রবেশে ইউএনওর অনুমতি পত্র লাগবে। সেসময় এস এস সি পরীক্ষায় জেএসসি খাতার বিষয়টি তিনি এড়িয়ে যান।

অভিযোগ রয়েছে ইতিপূর্বে তিনি সাংবাদিকদের সাথে এমন আচরণ করেছেন। এ নিয়ে রানীশংকৈলের সাংবাদিক মহল ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোঃ নাহিদ হাসান সোমবার দুপুরে মুঠোফোনে জানান, পরীক্ষার খাতার বিষয়টি আমি সেভাবে জানি না তবে সাংবাদিক প্রবেশে ডিসি ইউএনওর অনুমতি লাগবে এটা জানা নেই।

এ দিকে দিনাজপুর শিক্ষা বোডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম বলেন, এ বোর্ডের অধীনে শুধু ঠাকুরগাও সরকারী উচ্চ বিদ্যালয়ে জেএসসি’র খাতা ব্যবহৃত হয়েছে। আর অন্য কোথাও ব্যবহৃত হয়নি বলে আমাদের কাছে তথ্য রয়েছে।

এস এস সি পরীক্ষায় জেএসসি খাতা ব্যবহার হওয়ায় পরীক্ষার্থীরা বিড়ম্বনায় পড়বে এটা ঠিক তবে কেন্দ্র সচিবদের আমরা সর্তক করেছি। অপরদিকে কেন্দ্রে সাংবাদিক প্রবেশের বিষয়ে সংশি¬ষ্ট জেলা প্রশাসক অথবা শিক্ষা মন্ত্রনালয়ের অনুমতি থাকতে হবে।


(কেএএস/এস/ফেব্রুয়ারি০১,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test