E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একই লগ্নে ৬ বিয়ে

২০১৪ জুন ০১ ১২:৪৮:১৮
একই লগ্নে ৬ বিয়ে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় একই লগ্নে একই মঞ্চে শনিবার রাতে ছয় হিন্দু রমণির বিয়ে অনুষ্ঠিত হয়েছে। সদরের ফিংড়ি ইউনিয়নের গাভা এ বি এস নার্সিং পয়েন্টে এ বিয়ে সম্পন্ন হয়।

নবদম্পতিরা হলেন- জেলার কলারোয়া উপজেলার বারপোতা গ্রামের মানিক সরকারের মেয়ে শ্যামলী রাণী সরকারের সঙ্গে কলারোয়া উপজেলার গৌর চন্দ্র হালদারের ছেলে সঞ্জয় সরকার, শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের মনোরঞ্জন গোলদারের মেয়ে কল্পনা রাণী গোলদারের সঙ্গে সাতক্ষীরা সদর উপজেলার গাংনিয়া গ্রামের বৈদ্যনাথ গোলদারের ছেলে বৃত্ত গোলদার, একই গ্রামের গৌর চন্দ্র মণ্ডলের মেয়ে রূপা রাণী মণ্ডলের সঙ্গে ফিংড়ির মঙ্গল ঢালীর ছেলে সুকুমার ঢালীর এবং শ্যামনগর উপজেলার শংকরকাটি গ্রামের কানাইলাল মণ্ডলের মেয়ে মালতি মণ্ডলের সঙ্গে গাংনিয়ার নারায়ণ চন্দ্র মিত্রর ছেলে দেবাশীষ মিত্র।

মৎস্যজীবী উপজাতি এবং হতদরিদ্র উন্নয়ন সোসাইটির ব্যানারে এ বিয়ে সম্পন্ন হয়। জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে বিয়ের পর নবদম্পতিদের আশীর্বাদ করেন মৎস্য প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র । তিনি নবদম্পতিদের দুর্গাপূজার পোশাক দেবেন বলেও আশ্বাস দেন।

আশীর্বাদ অনুষ্ঠানে অরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, খুলনা বিভাগীয় মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল অদুদ সহ অনেকেই।

(আরকে/জেএ/জুন ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test