E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ

২০১৪ জুন ০১ ১৩:১০:৪৬
চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ

চট্টগ্রাম প্রতিনিধি : পূর্ণাঙ্গ সার্ভিস রুল বাস্তবায়ন ও বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে  ইউএসটিসিতে শিক্ষক-চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা সড়ক অবরোধ করেছে।

রবিবার সকাল সাড়ে ১০ টা থেকে কয়েকশ কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক প্রতিষ্ঠানের সামনে সড়কের উপর অবস্থান নিয়ে অবরোধ করলে জাকির হোসেন সড়কে অন্তত এক ঘন্টা যান বাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে খুলশী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের বুঝিয়ে বললে বেলা সাড়ে ১১টার দিকে তারা সড়ক অবরোধ তুলে দেয়। অবশ্য এরমধ্যে যানবাহন চলাচল শুরু করেছে বলে জানান খুলশী থানার এস আই মো. ইলিয়াছ।

ইউএসটির একজন কর্মকর্তা জানান, ইউএসটিসির আন্দোলন পরিস্থিতি নিয়ে শনিবার ঢাকায় সিন্ডিকেট মিটিং করেছে ইউএসটিসি পরিচালনা বোর্ড। রবিবার সকালে এর একটি ফ্যাক্সবার্তা এসেছে। তবে এতে কি সিদ্ধান্তের কথা লেখা আছে তা এখনো জানা যায়নি।

আন্দোলন করার কারণে মে মাসের বেতন দেয়া হবে না এমন কথা প্রচারিত হওয়ার পর কর্মচারী কর্মকর্তা ও শিক্ষকরা অবরোধ কর্মসূচি পালন করেছে।

উল্লেখ্য, বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি)’র শিক্ষক- চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারিরা পূর্ণাঙ্গ সার্ভিস রুল বাস্তবায়ন ও বিভিন্ন দাবিতে গত পক্ষকালব্যাপী কর্মবিরতি, মিছিল মিটিং, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ।

(ওএস/জেএ/জুন ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test