E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোসাইরহাটে পেট্রোল বোমায় নিহত ওয়াসিম খানের লাশ উত্তোলন

২০১৬ ফেব্রুয়ারি ০২ ১৭:১৯:৩০
গোসাইরহাটে পেট্রোল বোমায় নিহত ওয়াসিম খানের লাশ উত্তোলন

শরীয়তপুর প্রতিনিধি : ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি বিএনপির ডাকা অবরোধে বাসে পেট্রোল বোমা হামলায় নিহত আব্দুর রহমান ওয়াসিমের লাশ আদালদের নির্দেশে এক বছর পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

গোসাইরহাট থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে বিএনপি ও ২০ দলের ডাকা লাগাতার হরতাল-অবরোধে ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা -চট্রগ্রাম মহাসড়কে কক্সবাজার থেকে ঢাকা আসার পথে রাত অনুমান ৩টায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় আইকন পরিবহনের একটি যাত্রী বাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আন্দোলনকারীরা। ওই বাসে ছিল ঢাকার কাপ্তান বাজারের পাখি ব্যবসায়ী শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের দক্ষিন গজারিয়া গ্রামের নজর আলী খান এর পূত্র আব্দুর রহমান খান ওরফে ওয়াসিম। তিনি বাসের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। পেট্রোল বোমার আগুনে পুড়ে ওয়াসিমের সমস্ত শরীর কয়লা হয়ে যায়। পরে তার মানিব্যাগে পাওয়া ভিজিটিং কার্ড দেখে তাকে শনাক্ত করা হয়।

ওয়াসিম মারা যাওয়ার পর পুলিশ বাদী হয়ে কুমিল্লার চৌদ্দ গ্রাম থানায় একটি মামলা দায়ের করে। ঐ সময় নিহতের লাশ ময়না তদন্ত ছাড়াই তার গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়। মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্ত ইন্সপেক্টর মো. ইব্রাহিম এর আবেদনের প্রেক্ষিতে ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর কুমিল্লা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট লাশ উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন। বিভিন্ন প্রক্রিয়া শেষ করে অবশেষে দীর্ঘ ১ বছর পরে আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুরে নিহতের লাশ দক্ষিন গজারিয়া নিজ বাড়ির কবর থেকে খুড়ে ১ম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট মো. সগির হোসেন এর উপস্থিতিতে গোসাইরহাট থানার পুলিশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য শরীযতপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোসাইরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন দেব, ওসি মো. মোফাজ্জেল হোসেন ।

এ ব্যাপারে গোসাইরহাট থানার ওসি মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর নির্দেশে মঙ্গলবার দুপুরে আব্দুর রহমান খান ওয়াসিম এর লাশ থেকে ১ম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট মো. ছগির হোসেন এর উপস্থিতিতে কবর খুড়ে উত্তোলন করে ময়না তদন্তের জন্য শরীযতপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট মো. সগির হোসেন বলেন, আদালতের নির্দেশে আমার উপস্থিতিতে গোসাইরহাট থানার পুলিশ আব্দুর রহমান ওরফে ওয়াসিম এর লাশ কবর খুড়ে উত্তোলন করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে এর প্রতিবেদন কুমিল্লা আদালতে প্রেরণ করা হবে।

(কেএনআই/এএস/ফেব্রুয়ারি ০২, ২০১৬)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test