E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে আ’লীগের একাংশের ডাকা হরতালের প্রতিবাদে অপর অংশের স্মারকলিপি প্রদান

২০১৬ ফেব্রুয়ারি ০২ ১৭:৩৮:৩১
চাটমোহরে আ’লীগের একাংশের ডাকা হরতালের প্রতিবাদে অপর অংশের স্মারকলিপি প্রদান

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পৌর নির্বাচনে ভোট কারচুপিসহ বিভিন্ন অভিযোগে এবং এসিল্যান্ড মো. মিজানুর রহমান ও থানার ওসি সুব্রত কুমার সরকারকে দ্রুত অপসারণের দাবিতে পাবনার চাটমোহরে আওয়ামী লীগের একাংশের ডাকা ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে আওয়ামী লীগের অপর অংশের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে চাটমোহর ডিগ্রি অনার্স কলেজ মাঠ থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নব-নির্বাচিত মেয়র মির্জা রেজাউল করিম দুলালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল, নজরুল ইসলাম, মাহবুব এলাহী বিশু, পৌর আ’লীগ নেতা মো: নাজিম উদ্দিন, হেলাল উদ্দিনসহ অনেকে। সভা থেকে চাটমোহরে ৪ ফেব্রুয়ারির হরতাল প্রতিহত করার ঘোষণা দেয়া হয়।

পরে আওয়ামী লীগের অপর অংশের ডাকা হরতালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেহেলী লায়লার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন নেতারা।

বক্তারা বলেন, সুষ্ঠু, অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত চাটমোহর পৌরসভা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করণসহ হীন যড়যন্ত্রমূলক কর্মকান্ডের অংশ হিসেবে বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের জন্য সরকারি দলের ব্যানারে সরকারের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার ব্যক্তিস্বার্থে অবৈধ হরতাল আহবান করা হয়েছে। গণমানুষের জানমালেন নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল পথসভা স্মারকলিপি প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত: পৌর নির্বাচনে ভোট কারচুপি সহ বিভিন্ন অভিযোগ তুলে চাটমোহর থানার ওসি ও সহকারী কমিশনার (ভূমি)’র অপসারণ দাবিতে গত ২৫ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ থেকে আগামী ৪ ফেব্রুয়ারি চাটমোহরে সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডবোকেট সাখাওয়াত হোসেন সাখোসহ তার সমর্থিত অংশ।

(এসএইচএম/এএস/ফেব্রুয়ারি ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test