E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু সেতুতে  দূর্ঘটনা রোধে সেতু মন্ত্রীর কাছে স্মারক লিপি

২০১৬ ফেব্রুয়ারি ০২ ১৯:০৯:১৯
বঙ্গবন্ধু সেতুতে  দূর্ঘটনা রোধে সেতু মন্ত্রীর কাছে স্মারক লিপি

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও পূর্ব সংযোগ মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধে চারলেন সড়ক নির্মাণ, সড়ক বিভাজন নির্মাণ ও ওভার পাস নির্মাণসহ কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবিতে মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। হিউমান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ সিরাজগঞ্জ ইউনিট এর পক্ষ থেকে এই স্বারক লিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে এই সংযোগ মহাসড়কে দূর্ঘটনায় প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে কয়েক হাজার মানুষ। প্রায় প্রতিদিনই এই সংযোগ সড়কে দূর্ঘটনা ঘটছে। সংযোগ সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দূর্ঘটনা প্রতিরোধে হিউমান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ সিরাজগঞ্জ ইউনিট ১৯ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে।

এ সময় সংগঠনের সিরাজগঞ্জ সভাপতি আইনজীবি শহীদুল ইসলাম সরকার, মানবাধিকার কর্মী আইনজীবি সাইফুল ইসলাম, আইনজীবি ফজলুল হক সন্তোষ, আইনজীবি আব্দুল লতিফ সরকার, শাহ আলমসহ প্রমুখ আইনজীবি উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন স্মারকলিপি গ্রহন করে তা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণসহ নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন মর্মে আশ্বাস প্রদান করেন।




(এসএস/এস/ফেব্রুয়ারি০২,২০১৬)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test